প্রকাশিত হয়েছেঃ আগস্ট ২৬, ২০২৩ সময়ঃ ১২:৪৫ অপরাহ্ণ

ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।
ময়মনসিংহ সদর উপজেলার পরাণগঞ্জ ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। পুলিশ প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় বিরোধ নিরসন করলেন পরানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ সরকার।

জানাগেছে, ময়মনসিংহ সদর উপজেলার পরাণগঞ্জ ইউনিয়ন ছাতিয়ানতলা গ্রামের মৃত জবান আলী মেম্বারের ৯৪৫ নং সাফ কাওলা দলিল মূলে ছাতিয়ানতলা মৌজার ২৩১ নং বিআরএস দাগের জমি বর্তমানে বৈধ ওয়ারিসমূলে বিক্রয় করে স্থানীয় আবু বকর সিদ্দিকের কাছে। কিন্তু জমি বিক্রয় করার পর স্থানীয় মৃত. নেয়ামত আলীর পুত্র বক্তার আলী, নূরুল হকের পুত্র আবুল কালাম ওরফে কালু, আবু হানিফা, মোয়াজ্জেম হোসেনের পুত্র রফিকুল সরকার, মৃত ইউনূস আলীর পুত্র ওয়াহাব আলী, শুক্কুর আলী গং বাঁধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কলহের সৃষ্টি হয়। এবং উভয় পক্ষ থানায় অভিযোগ দায়ের করে। এমতাবস্থায় পরমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ সরকারের নেতৃত্বে ২৫শে জুলাই কোতোয়ালি মডেল থানার সভাকক্ষে গণ্যমান্য ব্যক্তিবর্গ বাদী-বিবাদী সহ আত্মীয়-স্বজনের উপস্থিতিতে এক সালিশি দরবারে অনুষ্ঠিত হয়। সেখানে বাদী-বিবাদীর সহ সকলের সম্মতিক্রমে বাদীকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপোস মীমাংসা করা হয়। ধার্যকৃত অর্থ পরিশোধ করতে বাদী আবু বকর সিদ্দিক এক মাস সময় নেয়। এরপর শুক্রবার ২৫ আগষ্ট ২৩ তারিখে সন্ধ্যা ৭ টায় সদর উপজেলার অম্বিকাগঞ্জ বাজারে এক বৈঠকে গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বাদীর কাছ থেকে বিবাদীগণ অর্থ গ্রহণ করে আপোষ নামায় স্বাক্ষর প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন পরানগঞ্জে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ সরকার, ইউপি সদস্য রমজান আলী, সাবেক ইউপি সদস্য গোলাম আব্বাস বাবুল, কোতোয়ালি মডেল থানার দায়িত্বপ্রাপ্ত দারোগা মোঃ আরিফ, অবসরপ্রাপ্ত সার্জেন্ট ইমরান খান, পরাণগঞ্জ ইউনিয় ন যুবলীগের সভাপতি নাজমুল হুদা এবং আইয়ুব আলী মন্ডল, কাশেম সরকার, খোরশেদ আলম, সিরাজুল ইসলাম প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com