প্রকাশিত হয়েছেঃ আগস্ট ৬, ২০২৫ সময়ঃ ১০:১৫ অপরাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে যাত্রীবাহী অটো-রিকশা- মাহিন্দ্র সংঘর্ষে দুই যাত্রী নিহত এবং অপর দুইজন আহত হয়েছে।
আজ বুধবার (৬ আগষ্ট) দুপুর ২ টার দিকে ময়মনসিংহের গফরগাঁও-ভালুকা এশিয়ান হাইওয়ে সড়কে হাটুরিয়া কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত দুই যাত্রীরা হলেন- উপজেলার হাটুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মুনজু মিয়া (৪০) ও যশরা গ্রামের মোঃ অহেদুল্লাহর ছেলে আলাউদ্দিন (৫০)।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: শারমিন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই দুর্ঘটনায় আহত দুজনেই মৃত্যু হয়েছে। গুরুতর আহত অপর ২ যাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গফরগাঁও থানার ওসি মোঃ বাচ্চু মিয়া জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
###

 

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com