প্রকাশিত হয়েছেঃ আগস্ট ৭, ২০২৫ সময়ঃ ১০:৫০ পূর্বাহ্ণ
রফিকুল ইসলাম খান,
গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে তিন শহীদদের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
গত মঙ্গলবার জুলাই আন্দোলনে নিহত তিন শহীদ মোঃ কামরুজ্জামান, শহীদ কবীর ও শহীদ মোঃ আব্দুন নুরের কবরে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন। জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
গফরগাঁও উপজেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ আল মামুন ও সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি।
এসময় গফরগাঁও থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাচ্চু মিয়া, পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম, চরআলগী ইউনিয়ন প্রশাসক ও উপসহকারী প্রকৌশলী (বিএডিসি-সেচ) কাউচার আলম, দত্তেরবাজার ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলার সহকারী প্রোগ্রামার আহসান হাবীর এবং উস্থি ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সিনিয়র পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা আতাউর রহমান, গফরগাঁও- পাগলা থানা ও গ্রাম পুলিশের সদস্য, বীর মুক্তিযোদ্ধা সহ অনেকেই উপস্থিত ছিলেন। এছাড়াও শহীদ পরিবারের সদস্যরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই শ্রদ্ধাঞ্জলিতে অংশ নেন।
জানা যায়, গত ২০২৪ সালের জুলাই গণঅভ্যূত্থান চলাকালে ঢাকায় উত্তরা ও শ্রীপুরের মাওনা এলাকায় পুলিশের গুলিতে নিহত উপজেলার চরআলগী ইউনিয়নের চরকামারিয়া এলাকার শহীদ মোঃ কামরুজ্জামান, দত্তের বাজার ইউনিয়নের তিন রাস্তা মোড়ে শাপলা চত্বরের দক্ষিণে শহীদ কবীর ও লংগাইর ইউনিয়নের কোনা পাড়া আমতলী মসজিদের পাশে শহীদ মোঃ আব্দুন নূরের কবরে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ আল মামুন ও সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি বলেন, শহীদদের ত্যাগ ও অবদান আমাদের চির স্মরণীয় হয়ে থাকবে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি ও শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পরে তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
#####