প্রকাশিত হয়েছেঃ আগস্ট ২৩, ২০২৩ সময়ঃ ১০:১৩ অপরাহ্ণ

ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহ মহানগরীর মাসকান্দায় বিসিক শিল্প এলাকায়  অভিযান চালিয়ে রয়েল বেকারি রুমা কনফেকশনারিকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (২৩ আগস্ট) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটমো. আক্তারুজ্জামান।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে রয়েলবেকারিকে তিন লাখ টাকা এবং রুমা বেকারিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। আগামী৩০ দিনের মধ্যে প্রতিষ্ঠান দুটিকে পরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি শ্রমিকদের স্বাস্থ্য সনদরাখার নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশনা না মানলে প্রতিষ্ঠান দুটিকে সিলগালা করে দেয়া হবে। সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মির্জা শাহরান হোসাইন, মনিটর অফিসার ইমরান হোসেনমোল্লাসহ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com