প্রকাশিত হয়েছেঃ আগস্ট ১৭, ২০২৩ সময়ঃ ৫:২৩ অপরাহ্ণ

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

“সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন”- এই মূলমন্ত্রকে ধারণ করে দেশের ৪ শ্রেণীর প্রায় ১০ কোটি মানুষের কথা বিবেচনায় রেখে সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু করা। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশে ৬০ বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা হবে প্রায় ৩ কোটি ২০ লাখ। এই বিশাল জনগোষ্ঠীকে একটি টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তার আওতায় আনতে এবং নিম্ন আয় ও প্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত সমাজের ৮৫% মানুষকে সুরক্ষা দেওয়ার সুযোগ তৈরি করতে দেশে প্রথমবারের মতো সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু করছে সরকার।

বৃহস্পতিবার (১৭ আগস্ট ) তারিখে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ব্যবস্থার উদ্বোধন করেন।

ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল ১০টায় আয়োজিত এই ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী  কে এম খালিদ। এসময় জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের অধীনে বাস্তবায়িত এই বিশেষ সেবা ব্যবস্থার মাধ্যমে ময়মনসিংহ জেলার আপামর জনসাধারণ ব্যাপকভাবে উপকৃত হবে বলে আমাদের বিশ্বাস। আমরা এই চমৎকার জনবান্ধন উদ্যোগের জন্য জেলা পুলিশ, ময়মনসিংহের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com