প্রকাশিত হয়েছেঃ জুলাই ২৫, ২০২৩ সময়ঃ ৮:২৯ পূর্বাহ্ণ

জালালুর রহমান, মৌলভীবাজার।।

মৌলভীবাজারের জুড়ীতে উপজেলার কচুরগুল সীমান্তে দুই বাংলাদেশীকে পিটিয়ে মারাত্বক জখম করে সীমান্তে ফেলে রেখে যায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। জানা গেছে গত সোমবার (২৪/ জুলাই) সকাল ১০ ঘটিকায় কচুরগুল বর্ডার থেকে একজনকে উদ্ধার করা হয়েছে। ওপর জনকে ১৮০১ নং মেইন পিলারের পাশে থেকে বিজিবির লাঠিটিলার ক্যাম্প  কমান্ডারের নির্দেশে সকাল ১১ ঘটিকায়  স্থানীয়রা উদ্ধার করেন।  গত (২২/জুলাই) দুই ব্যক্তি চট্টগ্রামের রামগড় বর্ডার হয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশ করে, পড়ে তারা আগরতলায় গিয়ে ট্রেনে উঠার সময় সন্দেহজনক হওয়ার ফলে ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে। পুলিশ সীমান্তরক্ষী বাহিনী ( বিএসএফ ) এর কাছে হস্তান্তর করে। পড়ে বিএসএফ তাদের মারধর করে। আটক কৃতরা হলেন   বাড়ি কুড়িগ্রামের ভুড়িঙ্গামারীর জাহাঙ্গীর আলী, খুলনার হৃদয় আহমদ। জাহাঙ্গীর আলী বাংলাদেশে আসে মৌলভীবাজারের জুড়ী উপজেলার দক্ষিণ কচুরগুল এলাকা দিয়ে। সেখানে সে স্থানীয় বাসিন্দাদের হাতে আটক হয়ে বলেন তার সাথে একজনকে সীমান্তে নদীতে ফেলেছে  বিএসএফ। পড়ে বিজিবি ও স্থানীয়রা গিয়ে হৃদয় নামক যুবককে বাংলাদেশ-ভারত সীমান্তের ১৮০১ নং পিলারের পাশে নদী থেকে উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া বলেন, সকালে একজন অপরিচিত লোক কচুরগুল আসলে স্থানীয়রা তাকে আটক করে। তার পুরো শরীরজুড়ে আঘাতের দাগ  তার দেওয়া তথ্য অনুযায়ী আরেকজনের সন্ধান পাই। তাদের শরীরে মারাত্মক আঘাত করা হয়েছে তাদেরকে অমানুষিক নির্যাতন করা হয়। লাঠিটিলা বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার গোলাম গাউছ এ প্রতিবেদক কে জানান। সকালে স্থানীয়দের হাতে সীমান্তে অপরিচিত এক ব্যক্তি আটক হয়, পরে বিজিবি সেখানে উপস্থিত হয়ে আরেকজনকে উদ্ধার করে। দুই জনের শরীরের বিভিন্ন স্থানে মারাত্বক জখমের দাগ রয়েছে। বিষয়টি আমরা বিজিবির উর্ধ্বতন কর্তৃপক্ষে বলেছি। পরে তাদেরকে আমরা পুলিশের হেফাজতে দিয়েছি।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোশাররফ হোসেন জানান। তাদেরকে বিজিবি প্রহরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। অবস্থার উন্নতি হলে এজাহার নিয়ে বর্ডার অতিক্রম করার অভিযোগে মামলা দায়ের করা হবে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com