প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ২৪, ২০২৩ সময়ঃ ৩:৫৮ অপরাহ্ণ

Spread the love

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯টি ইটভাটা মালিককে ৪৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার (২৩ জানুয়ারী) দিনব্যাপী অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।

অভিযানে মেসার্স সোহাগ ব্রিক্সকে ৫ লাখ, মেসার্স মুরাদ ব্রিক্সকে ৫ লাখ, মেসার্স বিবিসি ব্রিক্সকে ৫ লাখ, মেসার্স যমুনা ব্রিক্সকে ৬ লাখ, মেসার্স বলাকা-১ ব্রিক্সকে ৫ লাখ, মেসার্স বলাকা-২ ব্রিক্সকে ৫ লাখ, মেসার্স মাস্টার ব্রিক্সকে ৫ লাখ, মেসার্স সততা ব্রিক্সকে ৫ লাখ ও মেসার্স শাপলা ব্রিক্সকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, স্কুলের পাশে ও আবাসিক এলাকায় ইটভাটা গড়ে ওঠা, পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় কাগজ না থাকা এবং পরিবেশ অধিদপ্তর আইনের ৮ এর ৩ ক, ৫ এর ২ ধারা লঙ্ঘন করায় এসব জরিমানা করা হয়েছে। এছাড়াও ইটভাটাগুলো আংশিক গুড়িয়ে দেওয়া হয়েছে। এমন অভিযান চলবে বলেও জানান তিনি

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com