প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ৯, ২০২৫ সময়ঃ ৭:০৭ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।
বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় ময়মনসিংহ নগরীর দিগারকান্দা বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত অনুষ্ঠানে ময়মনসিংহ বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক (অ.দা) মোঃ মাহবুবুর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ মো: কেফায়েত উল্লাহ । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট এর ইন্সট্রাক্টর জান্নাতুল নার্গিস ডেইজী। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন ময়মনসিংহ বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রের হিসাবরক্ষণ কর্মকর্তা চায়না রানী ঘোষ, অনুষ্ঠানটি পরিচালনা করেন ময়মনসিংহ বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রের হোস্টেল ম্যাট্রন মোছা: মনজুয়ারা খাতুন।আলোচনা সভার পূর্বে একটি র্যালী বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে এসে শেষ হয়।

