প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ২৮, ২০২৫ সময়ঃ ১০:৪৯ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন, গণতন্ত্রের মানসকন্যা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) বাদ মাগরিব উপজেলার পাগলা থানা বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনের আয়োজনে পালের বাজার পুরাতন মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এ্যাড. আল-ফাতাহ খান।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপিরই নয়, দেশের একজন গুরুত্বপূর্ণ নেত্রী। আমরা তার স্বাস্থ্যের জন্য মহান আল্লাহর কাছে দোয়া চাই। বেগম খালেদা জিয়া যাতে সুস্থ হয়ে দ্রুত আবার আমাদের মাঝে ফিরে আসে।
দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির উদ্দিন পালোয়ান, আমির হোসেন, শাহ নেওয়াজ বাচ্চু ও মোকসেদুর রহমান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল ইসলাম দিদার, পাগলা থানা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান, যুগ্ন আহবায়ক মোঃ বিপুল, পাগলা থানা তাঁতিদলের আহবায়ক মনির দপ্তরী, পাগলা থানা মৎস্যজীবিদলের আহবায়ক মোঃ সাদির বেপারী, সিনিয়র যুগ্ম আহবায়ক আপেল মাহমুদ, পাগলা থানা কৃষকদলের আহবায়ক দ্বিন ইসলাম দিলি, পাগলা থানা জাসাসের সদস্য সচিব আরিফুল ইসলাম কাজল, পাগলা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাহিদুল কবির সেলিম, সাবেক সদস্য সচিব সুখেন আকন্দ, পাগলা থানা যুবদল নেতা ইয়াহিয়া খান, পাঁচবাগ ইউনিয়ন বিএনপির নেতা মোঃ মানিক মেম্বার, পাঁচবাগ ইউনিয়ন যুবদলের সভাপতি আলাউদ্দিন ধনু, পাঁচবাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা সাদ্দাম হোসেনসহ পাগলা থানা বিএনপি ও সকল অঙ্গ- সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।
শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন পাগলা থানা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা নূরুল হুদা ।
অন্য দিকে বাদ জুম্মা এ্যাড. আল-ফাতাহ খান পাঁচবাগ কেন্দ্রীয় জামে মসজিদের
নামাজ আদায় শেষে ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে চিকিৎসাধীন খালেদা জিয়া’র দ্রুত সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন। পরে বিশেষ মোনাজাতে খালেদা জিয়া’র দ্রুত সুস্থতা কামনা করেন ধর্মপ্রাণ মুসল্লিগণ।
####

