প্রকাশিত হয়েছেঃ আগস্ট ১৮, ২০২৫ সময়ঃ ৩:৩২ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক আহবায়ক, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাজমুল হকের বাড়িতে অগ্নিসংযোগের ক্ষতিগ্রস্ত ঘরগুলো পরিদর্শন করেছেন জেলা দক্ষিণ বিএনপির সদস্য, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী মোঃ মুশফিকুর রহমান।
গত শনিবার উপজেলায় যশরা ইউনিয়নের ভারইল গ্রামে তিনি অগ্নিসংযোগের ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা প্রদান করেন এবং এ ন্যাক্কারজনক ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান।
এ সময় তিনি ঘটনায় প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।
এসময় উপজেলা ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
####