প্রকাশিত হয়েছেঃ আগস্ট ৭, ২০২৫ সময়ঃ ৩:২৫ অপরাহ্ণ

Spread the love

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় অপহরণের ১১ দিনেও উদ্ধার হয়নি নবম শ্রেণির এক স্কুলছাত্রী। এদিকে মেয়েকে উদ্ধার করতে না পারায় আজানা আশঙ্কার দিন যাপন করছেন অপহৃতার পরিবার। ওই ঘটনায় ভালুকা মডেল থানায় মামলা করা হয়েছে। মামলায় উপজেলার কৈয়াদী গ্রামের মো. রবি ইসলামের ছেলে রাইসুল ইসলাম রিফাতসহ (১৯) অজ্ঞাত পরিচয়ের আরো দুইজনকে আসামী করা হয়েছে।
থানা ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলা কৈয়াদী গ্রামের ওই শিক্ষার্থী  স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে যাওয়া আসার পথে ওই শিক্ষার্থীকে একই গ্রামের মো. রবি ইসলামের বখাটে ছেলে রাইসুল ইসলাম রিফাত প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে দীর্ঘদিন যাবৎ উত্ত্যাক্ত করে আসছিলো। বিষয়টি বিদ্যালয়ের শিক্ষকদের জানিয়েও কোন প্রতিকার পায়নি ওই শিক্ষার্থীর পরিবার। এদিকে, গত ২৭ এপ্রিল সকালে বিদ্যালয়ে যাওয়া পথে অজ্ঞাত পরিচয়ের দুই সহযোগীসহ পূর্ব থেকে উঁৎ পেতে থাকা রাইসুল ইসলাম রিফাত ওই শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে, ওই ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদি হয়ে গত রোববার (০৩ আগস্ট) ভালুকা মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
শিক্ষার্থীর বাবা জানান, কৈয়াদী গ্রামের মো. রবি ইসলামের ছেলে বখাটে রাইসুল ইসলাম রিফাতসহ (১৯) অজ্ঞাত পরিচয়ের আরো দুইজন তার স্কুল পড়ুয়া মেয়েকে গত ২৭ এপ্রিল সকালে পরিকল্পিতভাবে অপহরণ করেছে। থানায় অপহরণ মামলা করার পরও পুলিশ তার মেয়েকে উদ্ধার করতে পারেনি। মেয়ের চিন্তায় উৎকন্ঠায় আছে তার পরিবার।
মামলার তদন্তকারী কর্মকর্তা ভালুকা মডেল থানার এসআই সজীবুর রহমান জানান, অপহৃতকে উদ্ধার ও আসামী গ্রেফতারে চেষ্টা চলছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com