প্রকাশিত হয়েছেঃ আগস্ট ৪, ২০২৫ সময়ঃ ৪:২৭ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।
ময়মনসিংহের তারাকান্দায় ষাটোর্ধ্ব বয়সের অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার(৪ আগষ্ট ) দুপুরে উপজেলার তারাকান্দা গোপালপুর খামার বাজার এলাকায় ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা । পরে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে বৃদ্ধের মরদেহটি উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে তারাকান্দা থানা পুলিশের এসআই মো.শরীফুজ্জামান শরীফ বলেন,নিহতের মরদেহটি উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। যে স্থানে মরদেহটি পাওয়া যায় সেখানে স্থানীয়রা তার পরিচয় নিশ্চিত করতে পারেনি। তবে তারা জানিয়েছেন বৃদ্ধ মানসিকভাবে অপ্রকৃতস্থ অবস্থায় এখানে ঘুরাঘুরি করতো। মরদেহটির পরিচয় সনাক্তে চেষ্টা অব্যাহত রয়েছে।
মোট পড়া হয়েছে: ৫