প্রকাশিত হয়েছেঃ জুলাই ৬, ২০২৫ সময়ঃ ১১:৫৫ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ইসলামী আন্দোলন বাংলাদেশ, ময়মনসিংহের গফরগাঁও উপজেলা শাখার কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার (৬ জুলাই) বিকেলে উপজেলার সদরে জামতলা মোড়স্থ হাজী আফতাব টাওয়ারে (দ্বিতীয় তলা) এ কার্যালয় উদ্বোধন করা হয়। একই অনুষ্ঠানে আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, গফরগাঁও উপজেলা শাখার সভাপতি মাওলানা জয়নুল আবেদীন।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সভাপতি মাওলানা মামুনুর রশীদ সিদ্দিকী।
আরও বক্তব্য রাখেন ভাতৃপ্রতিম সংগঠনসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, গফরগাঁও উপজেলা শাখা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায়য় ইসলামী আন্দোলনের বিভিন্ন নেতাকর্মী তাদের বক্তব্যে সংগঠনের আদর্শ, দাওয়াতি কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তারা সকলেই ইসলামী আন্দোলনের কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান।
##