প্রকাশিত হয়েছেঃ জুন ২৮, ২০২৫ সময়ঃ ৬:১০ অপরাহ্ণ

Spread the love

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহ বনবিভাগের ভালুকা রেঞ্জের অধীনে হবিরবাড়ী মৌজার ১১০ নম্বর দাগে ২০ ধারা গেজেট বিজ্ঞপ্তিত বনভূমিতে সিমানা প্রাচীর নির্মানকালে ৫ জনকে আটক করে আদালতে সোপর্দ করেছে স্থানীয় বনবিভাগ।

বনবিভাগ সূত্রে জানা যায় (২৮ জুন) শনিবার দুপুরে সীমানা প্রাচীর ও গেইট নির্মানের সময় গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা বনবিভাগ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে জবরদখল কাজে ব্যবহৃত কোদাল, বেলচা, ইট, সিমেন্টও বিভিন্ন সরঞ্জামাদিসহ পাঁচজনকে আটক করে আদালতে সোপর্দ করেছে স্থানীয় বনবিভাগ। আটক কৃতরা হলেন, ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মৃত আবেদ আলীর ছেলে মোঃ সুজন মিয়া (৪০), ফেনী জেলার ছাগল নাইয়া উপজেলার পশ্চিম দেবপুর গ্রামের মোঃ ছামছুল হকের ছেলে মোঃ রহিম ইসলাম (৩০), ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরাপাড়া গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে মোঃ জজ মিয়া (৩৬), ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নেন মৃত হাসমত আলীর ছেলে মোঃ বিল্লাল (৪৫), ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ, উপজেলার চরআলগী গ্রামের মৃত আঃ মানহাসের ছেলে মোঃ রিপনকে (৪১) আটক করা হয়।
ভালুকা রেঞ্জ অফিসার মো: হারুন উর রশীদ খান সংবাদমাধ্যমকে জানান, বনভূমি জবরদখলের সময় ঘটনাস্থল থেকে পাঁচজন লেভারকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com