প্রকাশিত হয়েছেঃ জুন ২৮, ২০২৫ সময়ঃ ৪:৪৬ অপরাহ্ণ

ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় পাওনা টাকার জন্য নূর মোহাম্মদ (২৪) কে খুন করে এর সাদিক মিয়া (৩৫) । খুনের ২৪ ঘন্টার মধ্যে খুনি সাদেক মিয়া কে গ্রেফতার করে ময়মনসিংহ র্যাব ১৪। সাদেক মিয়া কে শনিবার ভোররাত সাড়ে ৪টায় নিজ এলাকা থেকে গ্রেফতার করে র্যাব।
খুন হওয়া নূর মোহাম্মদ ত্রিশাল বালিপাড়া ফকিরপাড়া এলাকার নিজাম উদ্দিনের পুত্র। গ্রেপ্তার হওয়া সাবেক মিয়া একই এলাকার আব্দুর রশিদের পুত্র।
শনিবার (২৮ জুন) একরাশ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, খুন হওয়া নুর মোহাম্মদের বাড়ীর পাশে একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করত সাদেক মিয়া। নুর মোহাম্মদ সাদেক মিয়া এর নিকট থেকে ২ হাজার টাকা ধার নেয়। উক্ত ধারের টাকা চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে মনোমালিন্য হয়। ঘটনার দিন বুধবার সন্ধ্যা ৬ টায় নুর মোহাম্মদ কে বাড়ী থেকে ডেকে নিয়ে যায় সাদেক মিয়া।
ঐদিন রাত পৌনে ১১ টা অতিবাহিত হলেও নুর মোহাম্মদ বাড়ীতে না ফেরায় তার বড় খলিলুর রহমান তার ছোট ভাইকে খোঁজাখুঁজি করতে থাকে। পরের দিন বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারে যে, তার ভাই নুর মোহাম্মদ এর লাশ ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন বালিপাড়া ইউনিয়নের পশ্চিম বালিপাড়া সাকিনস্থ জনৈক আইয়ুব আলী এর বাড়ী সংলগ্ন কৃষি জমির পাশে ডোবায় পড়ে আছে। পরে তার পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে নুর মোহাম্মদ এর লাশ ডোবার পানিতে অর্ধ ডুবন্ত অবস্থায় দেখতে পায়। এ ঘটনায় নিহতের বড় ভাই খলিলুর রহমান বাদী হয়ে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ র্যাব-১৪ এর একটি আভিযানিক দল শনিবার ২৮ জুন ভোর সাড়ে ৪ টায় ময়মনসিংহ জেলার ত্রিশাল থানা এলাকায় অভিযান পরিচালনা করে নুর মোহাম্মদ হত্যা মামলার এজাহারনামীয় ২নং আসামী সাদেক মিয়া কে গ্রেপ্তার করে।
র্যাব আরও জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।