প্রকাশিত হয়েছেঃ মার্চ ২১, ২০২৫ সময়ঃ ১১:২৮ অপরাহ্ণ

Spread the love

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।

গত ১৯ মার্চ একটি শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকসহ একটি অনলাইনে হ্যামস ফ্যাশন কর্তৃক বনভূমি দখলে নিয়ে সীমানাপ্রচীর নির্মাণ সংক্রান্ত সংবাদটির প্রতিবাদ করছেন কোম্পানিটির স্থানীয় কেয়ারটেকার গোলাম মোস্তফা। প্রতিবদলিপিতে তিনি বলেন, ধামশুর মৌজার ৯৬৬ নম্বর দাগে বন বিভাগের ৩.৭১ শতাংশ জমি কোম্পানির সীমানাপ্রচীরের ভেতরে পড়েগেলেও অপর পাশে ৯৫৫ নম্বর এসএ দাগে ৬,.৯১ শতাংশ জমি ছেড়ে দেয়া হয়েছে। যা তিনজন সার্ভেয়ার দিয়ে নিরুপন করা হয়েছে এবং স্থানীয় বনবিভাগ কর্তৃক তা মেনে নেয়া হয়েছে। সংবাদটির তিনি প্রতিবাদ জানান।

গোলাম মোস্তফা

কেয়ারটেকার

হ্যামস ফ্যাশন

ধামশুর, ভালুকা, ময়মনসিংহ।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com