প্রকাশিত হয়েছেঃ মার্চ ১৩, ২০২৫ সময়ঃ ৭:১৯ অপরাহ্ণ
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা।।
ময়মনসিংহের ভালুকায় উঁচু ভিটার মাটিকাটায় বাঁধা দেয়ায় শ্রমিকদল নেতা কর্তৃক দুই শিক্ষকের বাড়িতে হামলার ঘটনা ঘঠেছে। এতে ২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে ভালুকা প্রেসক্লাব কার্যালয়ে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেন ক্ষতিগ্রস্ত পরিবার।
সংবাদ সম্মেলনে বিরুনীয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও স্থানীয় সাবেক মেম্বার মকবুল হোসেন অভিযোগ করেন, মাহমুদপুর গ্রামের পৈতৃক উঁচু ভ‚মিতে বাগান এবং ফসলী জমি রয়েছে। ওই উঁচু ভিটার মাটি কেটে নেয়ার জন্য বিরুনীয়া ইউনিয়ন শ্রমিকদলের ভারপ্রাপ্ত আহবায়ক আশিকুর রহমান রিগান ও তার সহযোগী মো: জনের নেতৃত্বে প্রস্তাব দেয়। কিন্তু তাাদের পরিবারের পক্ষ থেকে ওই ভিটার মাটি কাটার অনুমতি দেয়া হয়নি। এ নিয়ে কয়েকদিন যাবৎ রিগান এবং জনের সাথে দ্ব›দ্ব চলে আসছিলো। গত ৬ মার্চ রাত ১০টায় আমার ভাগ্নি জামাই মোঃ মনিরুজ্জামানকে ভালুকা পৌর এলাকার মেজরভিটা থেকে ধরে নিয়ে সাবেক এক ইউপি চেয়ারম্যানের বাসায় নিয়ে ৩০০ টাকার স্ট্যাম্পে জোরপ‚র্বক স্বাক্ষর নেন এবং ভিডিও ধারণ করেন। ৮মার্চ রাতে রিগান ও জনসহ ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভেকু দিয়ে মাটি কাটতে আসলে আমরা বাঁধা দেই। এতে তারা ক্ষিপ্ত হয়ে দোকানপাট ও বাড়িঘরে হামলা চালঅয়। হামলায় মনিরুজ্জামান ও তার মা সখিনা আক্তার (৬২) আহত হন। মনিরুজ্জামানকে ভালুকা সরকারি হাসপাতালে ভর্তি করলে রিগান তার দল-বল নিয়ে রোগীর উপর হামলা করে এবং ভর্তির কাগজপত্র ছিনিয়ে নিয়ে ছিড়ে ফেলে।
মনিরুজ্জামানের স্ত্রী বালিঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীমা নাসরিন জানান, রিগান ও জন ওই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন রকম হুমকি-ধমকি দিয়ে ভয়-ভীতি দেখাচ্ছেন। আমরা তাদের ভয়ে জীবন নিয়ে শঙ্কায় আছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিরুনীয়া মহিলা কলেজের শিক্ষক হোসাইন আহম্মেদ সায়েদ আলম, মাহমুদা আক্তার, আশরাফুল ইসলাম, শেখ ফরিদ, শেখ তসলিম ও নিরব প্রমুখ।
আশিকুর রহমান রেগানকে মুঠোফোলে কথা হলে তিনি জানান, ষ্ট্যাম্পের মাধ্যমে লেখালেখি করেই তারা ভিটার মাঠি কাটতে গেছেন। কিন্তু এখন তারা তাতে বাঁধা দিচ্ছেন।