প্রকাশিত হয়েছেঃ মার্চ ১৪, ২০২৫ সময়ঃ ৮:৪৬ অপরাহ্ণ

Spread the love

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।

ময়মনসিংহের ভালুকায় উঁচু ভিটার মাটি কাটা নিয়ে বিরোধের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় দুইপক্ষ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। গত বৃহস্পতিবার (১৩ মার্চ) ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে বিরুনীয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও স্থানীয় সাবেক মেম্বার মকবুল হোসেনের নেতৃত্বে সংবাদ সম্মেলন করেন একপক্ষ। সংবাদ সম্মেলনে বিরুনীয়া ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক আশিকুর রহমান রিগান ও জন এলাকায় বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তারা। ওই সংবাদ সম্মেলনের পর দ্বিতীয় পক্ষ পালটা সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার (১৪ মার্চ) বিকালে উপজেলার মাহমুদপুর-মুখি পুলেরঘাট এলাকায় বিরুনীয়া ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক আশিকুর রহমান রিগানের নেতৃত্বে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বিরুনীয়া ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক আশিকুর রহমান রিগান জানান, গত ৮ মার্চ রাত আনুমানিক ১১টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাহমুদপুর-মুখি পুলের ঘাট সংলগ্ন একটি অফিস ভাংচুর করে কতিপয় যুবলীগের সভাপতি ক্যাডারের নেতৃত্বে। বিল্লাল হোসেন, হোসেন, ফেরদৌস, আকরাম, তারিকুল তাদের নেতৃত্বে ২০-৩০ জন। অফিস ভাংচুরের পরে পুলিশ ও সাংবাদিক এসে পরিদর্শন করে। অফিস ভাংচুরের ঘটনা ধামাচাপা দিতে তারাই তাদের পুকুরে অতিরিক্ত লিটার (মুরগির বিষ্ঠা) দিয়ে মাছ মেরে ফেলে। পরে মাছ মেরে ফেলার অভিযোগ তুলে অপপ্রচার চালিয়ে মামলা করার চেষ্টা করেছিলো কিন্তু তদন্ত করে কোনো প্রমাণ পাওয়া যায়নি। রিগান জানান, দলীয় অফিস ভাংচুর করার ঘটনায় যাতে মামলা না করা হয়, এইজন্য আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে আমাকে বাধ্য করতে চেয়েছিল। আমার ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু নিয়ে গেলেও আমি অন্যায়ের সাথে আপোষ করবো না। আমি দলীয় অফিস ভাংচুরের মামলা অন্তত আমি তুলবো না। অপরাধীরা যাতে শাস্তি পায় সেই ব্যাপারে আমার জীবনের সর্বোচ্চটা দিয়ে হলেও আমি এ লড়াই চালিয়ে যাবো। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ তাদের বাড়িতে হামলা করেছি এইটা সম্পূর্ণ মিথ্যা। যখন আমাদের অফিসে হামলা করে আমরা নিজেরা বাঁচার জন্য তাৎক্ষণিক প্রতিরোধ করি।

অপর অভিযুক্ত জন জানান, আমি এ জায়গায় ফিশারি করার জন্য জমি লিজ নিই। আর কিছু মাটি সড়ানোর জন্য। আমার কাজে মকবুল মেম্বার, হোসেন, বিল্লাল তারা বাধা দেয়। তারা আমার কাছে ৩ লক্ষ টাকা দাবি করে। আর মকবুল মেম্বার বলে এদিকে গাড়ি নিলে প্রতি গাড়ি থেকে তাকে ২০০ টাকা করে দিতে হবে। আমি তাদের জমি নিই নাই, কিছু নিই নাই। তারা আমার কাছে চাঁদা দাবি করে।

বিরুনীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাসির উদ্দীন সরকার জানান, শুনেছি, একটি ভুয়া ফেসবুক আইডি থেকে আমাকে রাজনৈতিক ভাবে হেয় করার জন্য আমার নামে বিএনপির উপর মহলে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক ভাবে অভিযোগ দিয়েছে। অভিযোগের তীব্র নিন্দা জানাচ্ছি।

 

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com