প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ৭, ২০২৫ সময়ঃ ১২:০৫ অপরাহ্ণ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতে মামলা ও থানায় দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের মাঝে দাঙ্গা হাঙ্গামার আশঙ্কা করছেন এলাকাবাসি। মামলা তুলে নিতে এক পক্ষকের হুমকী কারণে থানায় ডায়েরী করা হয়েছে। ঘটনাটি উপজেলার চান্দরাটি গ্রামে।
স্থানীয় সূত্র জানা যায়, উপজেলার চান্দরাটি গ্রামের আব্দুল সাত্তারের ছেলে সাইদুল ইসলাম গং এবং আবুল মুনসুর হায়দার খসরু ও এনামুল হক গংদের মধ্যে চান্দরাটি মৌজায় সিএস খতিয়ান নম্বর ১০০ ও ১৩৫৮ নম্বর দাগে এক একর ৫১ শতাংশ ও ১৩৩৬ নম্বর দাগে ১ একর ১৫ সহ ২ একর ৬৬ শতক চালা ও বোরো জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে দু’পক্ষের পাল্টাপাল্টি থানায় অভিযোগ ও আদালতে মামলা চলমান আছে। স্থানীয়রা জানান, ওই জমিটি নিয়ে যেকোন সময় দু’পক্ষের মাঝে দাঙ্গা হাঙ্গামা ঘটে যেতে পরে।
এক পক্ষের মামলার বাদি সাইদুল ইসলাম জানান, ওই জমিটি তারা সিএস, আর ও আর মূলে ২ একর ৬৬ শতক জমির মালিক। কিন্তু প্রতিপক্ষরা প্রভাবশালী হওয়ায় দীর্ঘদিন ধরে কিছু জমি তাদের ভোগ দখলে ছিলো। গত ৬ মাস আগে জমিতে চাষাবাদ করতে গেলে প্রতিপক্ষরা প্রাণনাশসহ পুলিশ দিয়ে তাদেরকে হয়রানী করে আসছেন। বাদ্য হয়ে তিনি জমি উদ্ধারের জন্য আদালতে মামলা করেছেন। এদিকে মামলা তুলে নেয়ার জন্যও তারা হুমকী দিচ্ছে। পরে সোমবার রাতে (৬ জানুয়ারী) মডেল থানায় তিনি সাধারণ ডায়েরী (নম্বর-৩৫৮) করেছেন।
এ ব্যাপারে প্রতিপক্ষ আবুল মুনসুর হয়দার খসরু জানান, সিএস ১৩৫৮ নম্বর দাগে তারা ক্রয়সূত্রে ১ একর ৫২ শতাংশ জমির মালিক এবং তারা ওই জমিটি দীর্ঘদিন ধরে ভোগ দখলে আছেন। সম্প্রতি সাইদুল ইসলাম গং তাদেরকে জমি আবাদে বাঁধা দিচ্ছেন। এ ব্যাপারে ভালুকা মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা খান জানান, অভিযোমূলে তদন্তপূর্বক আইনী ব্যবস্থা নেয়া হবে। ###

ময়মনসিংহের ভালুকায় বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতে মামলা ও থানায় দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের মাঝে দাঙ্গা হাঙ্গামার আশঙ্কা করছেন এলাকাবাসি। মামলা তুলে নিতে এক পক্ষকের হুমকী কারণে থানায় ডায়েরী করা হয়েছে। ঘটনাটি উপজেলার চান্দরাটি গ্রামে।
স্থানীয় সূত্র জানা যায়, উপজেলার চান্দরাটি গ্রামের আব্দুল সাত্তারের ছেলে সাইদুল ইসলাম গং এবং আবুল মুনসুর হায়দার খসরু ও এনামুল হক গংদের মধ্যে চান্দরাটি মৌজায় সিএস খতিয়ান নম্বর ১০০ ও ১৩৫৮ নম্বর দাগে এক একর ৫১ শতাংশ ও ১৩৩৬ নম্বর দাগে ১ একর ১৫ সহ ২ একর ৬৬ শতক চালা ও বোরো জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে দু’পক্ষের পাল্টাপাল্টি থানায় অভিযোগ ও আদালতে মামলা চলমান আছে। স্থানীয়রা জানান, ওই জমিটি নিয়ে যেকোন সময় দু’পক্ষের মাঝে দাঙ্গা হাঙ্গামা ঘটে যেতে পরে।
এক পক্ষের মামলার বাদি সাইদুল ইসলাম জানান, ওই জমিটি তারা সিএস, আর ও আর মূলে ২ একর ৬৬ শতক জমির মালিক। কিন্তু প্রতিপক্ষরা প্রভাবশালী হওয়ায় দীর্ঘদিন ধরে কিছু জমি তাদের ভোগ দখলে ছিলো। গত ৬ মাস আগে জমিতে চাষাবাদ করতে গেলে প্রতিপক্ষরা প্রাণনাশসহ পুলিশ দিয়ে তাদেরকে হয়রানী করে আসছেন। বাদ্য হয়ে তিনি জমি উদ্ধারের জন্য আদালতে মামলা করেছেন। এদিকে মামলা তুলে নেয়ার জন্যও তারা হুমকী দিচ্ছে। পরে সোমবার রাতে (৬ জানুয়ারী) মডেল থানায় তিনি সাধারণ ডায়েরী (নম্বর-৩৫৮) করেছেন।
এ ব্যাপারে প্রতিপক্ষ আবুল মুনসুর হয়দার খসরু জানান, সিএস ১৩৫৮ নম্বর দাগে তারা ক্রয়সূত্রে ১ একর ৫২ শতাংশ জমির মালিক এবং তারা ওই জমিটি দীর্ঘদিন ধরে ভোগ দখলে আছেন। সম্প্রতি সাইদুল ইসলাম গং তাদেরকে জমি আবাদে বাঁধা দিচ্ছেন। এ ব্যাপারে ভালুকা মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা খান জানান, অভিযোমূলে তদন্তপূর্বক আইনী ব্যবস্থা নেয়া হবে। ###
মোট পড়া হয়েছে: ৫৭৭
সর্বশেষ খবর
- মৌলভীবাজারের রাজনগরে যৌথ বাহিনীর অভিযানে এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার
- গফরগাঁওয়ে কাজী ও এনজিও প্রতিনিধিদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা
- ভালুকায় লোহার গেইট দিয়ে সরকারী রাস্তা বন্ধসহ বনবিভাগের জমি দখলের অভিযোগ
- ভালুকায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ
- ভালুকায় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
পূরনো খবর

শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৭ | ৮ | |
৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ |
১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ |
৩০ | ৩১ |