প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ৬, ২০২৫ সময়ঃ ৬:২৭ অপরাহ্ণ

Spread the love

মোঃ জাকির হোসেন।।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৮৬০ বোতল ফেনসিডিল ও ফেনসিডিল পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ আন্তঃজেলা  মাদক কারবারি চক্রের এক সক্রিয় সদস্যকে  গ্রেফকার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ। গ্রেপ্তারকৃতের নাম- আব্দুল কাদের (৩৪)।

রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৪ টায় যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম ও লালবাগ জোনাল টিম।

ডিবি-লালবাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবারি আব্দুল কাদেরকে গ্রেফতার করা হয় ও একটি প্রাইভেটকারের পিছনের ডালায় মধ্যে থেকে চারটি বস্তায় রক্ষিত অবস্থায় মোট ৮৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৭ লক্ষ ২০ হাজার টাকা। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃত আব্দুল কাদের আন্তঃজেলা মাদক কারবারি চক্রের সদস্য।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী  থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com