প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ২৫, ২০২৪ সময়ঃ ১:৩২ অপরাহ্ণ
আসাদুজ্জামার ভালুকায় (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় উলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ (২৫ ডিসেম্বর) বুধবার সকালে ভালুকা নতুন বাসস্ট্যান্ডে অবস্থিত সিটি গার্ডেন-২ এ উক্ত সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা জামায়াত সেক্রেটারী মাওলানা মোজাম্মেল হক আকন্দ।

জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা শাখার উলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা অধ্যাপক ড. আবুল কাশেমের সভাপতিত্বে ও মাদরাসা শিক্ষক পরিষদ উপজেলা শাকার সভাপতি মাওলানা শাহাব উদ্দিনের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা উলামা বিভাগের সভাপতি উপাধ্যক্ষ মাওলানা বদরুল আলম, ভালুকা উপজেলা জামায়াত আমীর ছাইফ উল্লাহ পাঠান ফজলু, জেলা উলামা বিভাগের সদস্য মাওলানা মাহফুজুর রহমান, উপজেলা জামায়াত সেক্রেটারী শহীদুর রহমান শাহীন ও ভালুকা ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম নূরী প্রমূখ।
মোট পড়া হয়েছে: ১৯৯