প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ২১, ২০২৪ সময়ঃ ৩:২০ অপরাহ্ণ

Spread the love

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।
ময়মনসিংহের ভালুকায় আবুল কালাম আজাদ (৫০) নামে এক শিক্ষানবিশ আইজীবি হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি তাকে দঁড়ি দিয়ে খুঁটির সাথে বেঁধে রাখা হয়। পরে পুলিশ আসার খবর পেয়ে তাকে ছেড়ে দেয়া বলে স্থানীয়রা জানিয়েছেন। বর্তমানে তিনি ভালুকা সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার হাতিবেড় গ্রামে। এ ঘটনায় মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছে আহতের স্ত্রী।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হাতিবেড় গ্রামের মোঃ হাকিম উদ্দিন আকন্দের ছেলে শিক্ষানবিশ আইনজিবী আবুল কালাম আজাদ শুক্রবার দুপুরে তার বৃদ্ধ বাবা-মাকে নিয়ে অটোরিকশায় করে ভাগ্নির বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন। কিছুটা যাওয়ার পর শাহাব উদ্দিন মার্কেটের সামনে পৌঁছলে একই এলাকার আব্দুর সবুর (৫৭), হাবিবুর রহমান হাবুল (৫৯), মোঃ রিপন (৩০) ও আহমেদ ইমতিয়াজ বুলবুলসহ (৪৮) অজ্ঞাতনামা ৪/৫ জন লোক পথ রোধ করে আবুল কালাম আজাদকে অটোরিকশা থেকে নামিয়ে এ্যালোপাথারী ভাবে মারপিট করা হয়। এমনকি ইট দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এক পর্যায়ে আবুল কালাম আজাদকে ওই দোকোনের বারান্দার খুঁটিতে রশি দিয়া হামলাকারীরা বেঁেধ রাখে। পরে পরিবারের লোকজন থানায় খবর দিলে পুলিশের ভয়ে আবুল কালাম আজাদকে ছেড়ে দেয় হামলাকারীরা।
আহত আবুল কালাম আজাদ জানান, উল্লেখিত ব্যক্তিদের প্রতিপক্ষের পক্ষে একটি মামলা পরিচালনা করার জন্য বেশ কিছুদিন ধরেই তারা হত্যাসহ বিভিন্ন ধরেনের হুমকী দিয়ে আসছিলো। এরই জের হিসেবে তার উপর হামলা করে তাকে ও তার বৃদ্ধ বাবা-মাকে মারধর করেছে। হামলা করে বিয়ে বাড়ি নিয়ে যাওয়া জন্য সাথে থাকা দুইটি স্বর্ণের আংটি ৬ টি শাড়ি ও নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এ ব্যাপারে অভিযুক্ত আব্দুর সবুর বা তার লোকজনের সাথে যোগাযোগের চেষ্টা করেও না পেয়ে তাদের বক্তব্য দেয়া সম্ভব হয়নি।
ভালুকা মডেণ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা খান জানান, ওই ঘটনায় উভয় পক্ষ পৃথক দু’টি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com