প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ১৫, ২০২৪ সময়ঃ ৪:৫১ অপরাহ্ণ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় উপজেলার ভরাডোবা ইউনিয়নের দক্ষিণ রাংচাপড়া গ্রামের বাংকার মো. আশিকের বাসায় ডাকাতি হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) ভোররাতে ডাকাতির ওই ঘটনা ঘটেছে। ডাকাতদল ওই বাসা থেকে নগদ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে মডেল থানা পুলিশ।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় একদল ডাকাত উপজেলার ভরাডোবা ইউনিয়নের দক্ষিণ রাংচাপড়া গ্রামের বাংকার আশিকের বাসায় হানা দেয়। ওই সময় তারা দ্বিতল ভবনের উপরের তালায় আশিকের ঘরে প্রবেশ করে এবং ঘরে যা কিছু আছে সব দিয়ে দিতে বলে। একপর্যায়ে তারা আশিকের ওপরে হামলা চালায় এবং তাকে কুপিয়ে আহত করে। একই সময় ডাকাতদল আশিকের ঘরে থাকা স্বর্ণালংকার ও টাকা লুটে নেয়। এর আগে ডাকাত দল ওই বাসার নিচতলার ভাড়াটিয়ার কক্ষে প্রবেশ করে স্বর্ণালংকার, নগত টাকা লুটে নেয়। পরে, তারা একটি ট্রাকে করে ভালুকা সদরের দিকে চলে যায়। ডাকাতের কোপে আহত আশিককে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
আহত আশিক জানান, ডাকাতদল তার এবং তার বাসার ভাড়াটিয়ার কক্ষ থেকে প্রায় ৫ ভরি স্বর্নালংকার ও নগদ প্রায় ৪০ হাজার টাকা নিয়ে গেছে। ওই ঘটনায় তিনি মামলা করার প্রস্ততি নিচ্ছেন বলে জানান।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামছুল হুদা খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মোট পড়া হয়েছে: ৬৩