প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ১৩, ২০২৪ সময়ঃ ৬:৩২ অপরাহ্ণ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় নির্মানাধিন কারখানায় মাটি সরবরাহের লাভের টাকা ভাগাভাগি নিয়ে সজিব মিয়া নামে এক যুবদলকর্মী ছুরিকাঘাতে আহত হয়েছেন। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সজিবকে প্রথমে ভালুকা সরকারী হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। কিন্তু অবস্থায় অবনতি হলে সজিবকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় পাঠানো হয়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ভরাডোবা গ্রামে।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, উপজেলার ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত জায়ান অ্যাগ্রো লিমিটেড নামে একটি নির্মাণাধিন কারখানায় মাটি সরবরাহ করছিলো স্থানীয় যুবদল ও ছাত্রদলের কিছু কর্মী। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই কাজের টাকার ভাগাভাগি নিয়ে যুবদলকর্মী ভরাডোবা গ্রামের অর্জুন ইসলামের ছেলে সজিব ও একই এলাকার মাইন উদ্দিনের ছেলে ছাত্রদলকর্মী আবু সাইদ তোতার মাঝে কথা কাটাকাটি হয়। এ সময় কে বা কারা সজিবের বিভিন্ন স্থানে বেশ কয়েকবার ছুরিকাঘাত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় সজিবকে উদ্ধার করে প্রথমে ভালুকা সরকারী হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। কিন্তু অবস্থায় অবনতি হলে তাকে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
ভরাডোবা ইউনিয়ন বিএনপির সহসভাপতি মফিজুল ইসলাম দুলু জানান, নির্মাণাধিন কারখানায় মাটি সরবরাহের টাকা নিয়ে দলীয় কিছু ছেলের মাঝে হাতাহাতি হয়। ওই সময় সজিব নামে এক যুবদলকর্মী ছরিকাঘাতে আহত হন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা খান জানান, ঘটনাটি তিনি শুনেছেন, তবে কোন অভিযোগ পাননি।