প্রকাশিত হয়েছেঃ মার্চ ৬, ২০২৪ সময়ঃ ৭:৪০ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে আলতাফ গোলন্দাজ মহাবিদ্যালয়ের দু’জন শিক্ষক সহকারী অধ্যাপক বাবু বিজন কুমার বর্দ্ধন (রসায়ন) ও প্রদর্শক মোঃ মফিজ উদ্দিন (মনোবিজ্ঞান) অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার সকালে কলেজ কর্তৃপক্ষ আয়োজনে কলেজের হলরুমে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষকদের কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা পাশাপাশি সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার প্রদান করা হয়।