প্রকাশিত হয়েছেঃ জুলাই ১৮, ২০২৩ সময়ঃ ৫:৫৬ অপরাহ্ণ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ত্রিশালে প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় এবং উপজেলা প্রাণি সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কাজীর শিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। এ লক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার। উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আলী সিদ্দিক, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ তানজিলা ফেরদৌসী, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হেলেনা পারভীন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্প্রসারণ অফিসার শর্মিষ্ঠা ভট্রাচার্য। পরে স্কুল শিক্ষক, ম্যানেজমেন্ট কমিটি এবং অভিভাবকদের জন্য “ পুষ্টি ও পরিবেশ সচেতনতা” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com