প্রকাশিত হয়েছেঃ সেপ্টেম্বর ১৬, ২০২৫ সময়ঃ ৬:১০ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আব্দুর রহমান ডিগ্রি কলেজে ভর্তিকৃত ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার সকালে কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মিলনমেলা পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের গর্ভনিংবডির সাবেক সভাপতি ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ আক্তারুজ্জামান বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র কলেজের গর্ভনিংবডির বিদ্যুৎসাহী সদস্য আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে এ সময় একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের হাতে ফুল ও শিক্ষা উপকরন দিয়ে বরন করে নেয়া হয়।
আব্দুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ শফিকুল কাদিরের সভাপতিত্বে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মাধ্যমিক পেরিয়ে কলেজে ভর্তি হওয়া একটি গুরুত্বপূর্ণ অর্জন। বড় সফলতা পেতে হলে এখন থেকেই নিয়মিত পড়ালেখায় মনোযোগী হতে হবে, একাডেমিক বই গভীরভাবে অধ্যয়ন করতে হবে এবং বিজ্ঞানের প্রতি আগ্রহী হতে হবে।
তারা ভালো ফলাফল অর্জন ও সফল ব্যক্তিত্ব গঠনে শিক্ষার্থীদের নানা দিকনির্দেশনা, উৎসাহ ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।
###