প্রকাশিত হয়েছেঃ জুন ৪, ২০২৩ সময়ঃ ৭:৫৮ অপরাহ্ণ

জালালুর রহমান, মৌলভীবাজার।।

মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগরইউনিয়নের পশ্চিম বেলাগঁও গ্রামে তৈমুছ মিয়ার বাড়ির পাশের রাস্তায় পানি নিস্কাশনের জন্যনির্মিত কালভার্টির বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। জানা গেছে কাজ শেষ হওয়ার একবৎসরের মধ্যে ওই নির্মাণধীন কালভার্টটির বিভিন্ন স্থানে ঝুকিপূর্ণ পর্যায়ে ফাটল দেখা যায়।সরেজমিনে দেখা যায়, কালভার্টটির ঢালাইয়ের প্লাস্টারসহ একাধিক স্থানে ফাটল এবং ঢালাইছোটে যাচ্ছে একাধিক স্থানে প্লাস্টার করা হয় নাই। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রকৌশলী সার্ভেয়ার কে ম্যানেজ করে  ওইঠিকাদারী প্রতিষ্ঠান ইচ্ছা মাফিক এতো নিম্নমানের কাজ করেছেযার ফলে কালভার্টটি নির্মাণে বছর পেরোনোর আগেই ফাটল দেখা যাচ্ছে। ব্যাপারেজানতে  চাইলে মুঠোফোনে কথা হয় ঠিকাদারী প্রতিষ্ঠান আব্দুস ছাত্তার কন্ট্রাকশন এর সাথে, তিনি প্রতিবেদককে বলেন সংবাদ প্রকাশ না করার জন্য। এছাড়াও একই উপজেলারগোয়ালবাড়ী ইউনিয়নের রত্না চা বাগানে শিব চরনের বাড়ির সামনের রাস্তায় পানি নিস্কাশনকালভার্ট নির্মান করা হয়েছে। জানা যায় কাজ শেষ হওয়ার এক বৎসরের মধ্যে এই নির্মাণধীনকালভার্টটির বিভিন্ন স্থানে ঝুকিপূর্ণ পর্যায়ে ফাটল দেখা যায়। সরেজমিনে দেখা গেছে,কালভার্টটির ঢালাইয়ের প্লাস্টারসহ বিভিন্ন স্থানে ফাটল এবং ঢালাই ছোটে যাচ্ছে। ব্যাপারেজানতে  চাইলে মুঠোফোনে কথা হয় ঠিকাদারী প্রতিষ্ঠান সনজিৎ দাস এর সাথে তিনি প্রতিবেদককে বলেন কালভার্টটি মেরামত করবেন। ২০২১২২ অর্থ বছরের এডিপিতালিকাভুক্ত রাজস্বের কাজ। ব্যাপারে যোগাযোগ করলে, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের(এলজিইডি) জুড়ী উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাশ বলেন কালভার্ট নির্মানের সময়তিনি  ছিলাম না। সাবেক উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল মতিন তিনি বলেন কালভার্ট ফাটল এটা কম কিউরিং এর জন্য হতে পারে। জুড়ী উপজেলা এলজিইডি সার্ভেয়ার সালাহউদ্দিন কালভার্ট গুলোর ফাইনাল বিল দিয়েছেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com