প্রকাশিত হয়েছেঃ মে ২৫, ২০২৩ সময়ঃ ৯:২২ অপরাহ্ণ

জহিরুল কাদের কবীর, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি।।

জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী বলেছেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তেপারলে কবির প্রতি শ্রদ্ধা জানানো হবে। তিনি বলেন, খন্ডিত নজরুল দেখার চেষ্টা করেছে কেউকেউ। কবি নিজেকে সকলের কবি হিসেবে আর্বিভূত হন। কাজী রফিকউল্লাহ দারোগা যদিকবিকে কাজীর সিমলায় নিয়ে না আসতেন তাহলে নজরুল কবি হিসেবে পরিশীলিত হতেন না।ওই অল্প সময়ের শিক্ষা তাকে আলোকিত করেছিলেন। তিনি যদি পরিপূর্ণ জীবন পেতেন তাহলেকবি আমাদের আরো অনেক কিছু দিয়ে যেতে পারতেন। বিদ্রোহ শুধু আমাদের রণসঙ্গীত নয়, তিনি সৃষ্টি সুখের উল্লাসে কর্মকে উপস্থাপনের চেষ্টা করেছেন। তাকে যেন আমরা খন্ডিতভাবেউপস্থাপন না করি।

জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী উপলক্ষেময়মনসিংহের ত্রিশালে তিন দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার উদ্বোধনী দিনে গতকালবৃহস্পতিবার বিকেলে কবি নজরুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে সব কথা বলেন। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগতবক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। স্মারক বক্তব্য দেন জাতীয় কবিকাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌমিত্র শেখর। সম্মানিত বক্তা ছিলেন কবিরদৌহিত্রী খিলখিল কাজী। বক্তব্য রাখেন গৃহায়ণ গণপূর্তমন্ত্রী শরীফ আহমেদ এমপি, সিমিনহোসেন রিমি এমপি, হাফেজ রুহুল আমিন মাদানী এমপি, নাজিম উদ্দীন আহমেদ এমপি, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসকমোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মোহা. মাছুম আহাম্মদ ভুঞা, জেলা আওয়ামী লীগেরসভাপতি এহতেশামুল আলম, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালামমুহাম্মদ শামসুদ্দিন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় জাতীয় পর্যায়ের শিল্পীরা নৃত্য সঙ্গীত পরিবেশন করেন।

উপলক্ষে নজরুল একাডেমি মাঠে গ্রামীণ মেলা বসেছে। এরআগে সকালে ময়মনসিংহনগরীতে নজরুল সেনা স্কুলের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতেপুষ্পার্ঘ্য অর্পণ,  বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন। এছাড়াওজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুই দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনীঅনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com