প্রকাশিত হয়েছেঃ মে ১৭, ২০২৩ সময়ঃ ১০:০৬ অপরাহ্ণ

Spread the love

মোঃ জাকির হোসেন।।

ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার নালিতাবাড়ী থানা ও জামালপুর র‌্যাব-১৪, সিপিসি-১ কোম্পানীর র‌্যাব সদস্য কর্তৃক বিভিন্ন সময়ে উদ্ধারকৃত ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ, ফেনসিডিল ও হেরোইনসহ বিভিন্ন মাদক শেরপুর আদালত প্রাঙ্গণে ধ্বংস করা হয়েছে।

সোমবার (১৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে আদালত প্রাঙ্গণে রোলার মেশিন দিয়ে ধ্বংস করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী থানার পুলিশ ও জামালপুর র‌্যাব-১৪, সিপিসি-১ কোম্পানীর র‌্যাব সদস্য কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মদ, ফেনসিডিল ও হেরোইন সোমবার সকালে শেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারিন ফারজানার উপস্থিতিতে এসব মাদক আদালত প্রাঙ্গণে রোলার মেশিন দিয়ে ধ্বংস করা হয়।
এব্যাপারে কোট পুলিশ পরিদর্শক খন্দকার মো. শহীদুল হক বলেন, শেরপুর জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় নালিতাবাড়ী থানার পুলিশ ও র‌্যাব-১৪ কর্তৃক উদ্ধারকৃত ৭৮৯ বোতল ফেনসিডিল, ১৭৪ বোতল ভারতীয় মদ ও হেরোইন সহ বেশ কয়েক জন মাদক কারবারিকে আটক করা হয়। পরে এসব ঘটনায় নালিতাবাড়ী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮টি মামলা দায়ের করা পর তদন্ত শেষে বিজ্ঞ আদালতের নির্দেশনায় সোমবার মাদক গুলো ধ্বংস করা হয়।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com