প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ২৯, ২০২৫ সময়ঃ ৬:২৮ অপরাহ্ণ

Spread the love

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যৌথ বাহিনী অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১৮ দালাল চক্রের সক্রিয় সদস্যকে আটক করা হয়। ভ্রাম্যমান আদালত আটকৃত দালাল চক্রের সক্রিয় সদস্যদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে।

বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত এ ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালিত হয়।

ময়মনসিংহ র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার শাহ্ মোঃ রাশেদ রাহাত এবং ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাশিক খান শুষান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান পরিচালনা করেন।

মোবাইল কোর্টে আটক দালাল চক্রের সক্রিয় সদস্য হলেন, মোঃ মাসুদুল করিম ((৪৮), ছামির (২৩), রুবেল (৫৫), আজাহার (৪৮), শামীম (২৭), আশরাফুল (২৩), হারিদুল ইসলাম (৪২), মোঃ আলামিন (২৫), তুষার আহম্মেদ (২৭), বিজয় (৫০), নজরুল ইসলাম (৪৫), ইদ্রসি আলী (৪০), শহিদুল ইসলাম (৩০), ইমন (১৯), নয়ন মিয়া (৪৮),  চঞ্চল (৩৩) তাদের সরকারী কাজে বাধা প্রদান করায় ১৮৬০ সনের দন্ডবিধি আইনের ১৮৬ ধারা মোতাবেক প্রত্যেককে ২০ দিন বিনাশ্রম কারাদন্ড ও আঃ রাজ্জাক (৬২) কে ১৪  দিন বিনাশ্রম কারাদন্ড এবং মোঃ আলামিন (৪৫) উক্ত ধারা মোতাবেক ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান পূর্বক জেল হাজতে প্রেরন করেন।

উল্লেখ্য যে, উক্ত দালাল চক্রের সদস্যরা গরীব অসহায় রোগী ও তাদের স্বজনদের ভুল তথ্য দিয়ে, কম খরচ ও উন্নত চিকিৎসার মিথ্যা আশ্বাস দিয়ে এমনকি জিম্মি করে ফাঁদে ফেলে পছন্দের অনুমোদনহীন ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে পাঠায়, যা দরিদ্র রোগীদের আর্থিক ক্ষতির সম্মুখীন করে।

জনগনের কল্যাণের স্বার্থে র‌্যাবের এমন জনবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান মোবাইল কোর্ট পরিচালনাকারী গন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com