প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ২৬, ২০২৩ সময়ঃ ৮:২৭ অপরাহ্ণ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে স্টিলের ব্রিজ ভেঙ্গে নদীতে পরে গেছে একটি লড়ি ও প্রাইভেট কার। বুধবার সন্ধ্যার আগ মুহুর্তে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় চারলেন সড়কে চেলের ঘাটে দুইটি ব্রিজের মধ্যে স্টিলের ব্রিজটি ধসে পরে যায়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে অতিরিক্ত ওজনের একটি লরি ময়মনসিংহের দিকে যাওয়ার সময় স্টিল ব্রিজের মাঝখানে পৌছালে বিকট শব্দ করে ব্রিজটি ভেঙ্গে যায়। এসময় ব্রিজে থাকা আরেকটি প্রাইভেটকার নদীতে পরে যায়। এসময় প্রথমে এলাকাবাসি পরে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজে অংশ নেয়।

ত্রিশাল ফায়ার সার্ভিস অফিসেরে ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কালাম জানান, এ ঘটনায় কোন মৃত্যুর হয়নি, তবে কয়েকজন আহত হয়েছে।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন জানান, পাশে আরেকটি ব্রিজ থাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com