প্রকাশিত হয়েছেঃ মার্চ ২২, ২০২৩ সময়ঃ ৫:১৯ অপরাহ্ণ

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহে ভোক্তা অধিকারের অভিযানের ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আসন্ন পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা ও নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়।
বুধবার (২২ মার্চ) ময়মনসিংহের ত্রিশাল বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয় কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।

মূল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ও মানহীন শিশুখাদ্য বিক্রয়ের অপরাধে ৫ টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের।

এ সময় নিশাত মেহের বলেন,  সকল ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ যথাযথভাবে অনুসরণ করে পণ্য বিক্রয়ের বিষয়ে সচেতনতা প্রদান করা হয় এবং লিফলেট, পাম্পলেট বিতরণ হয়।

তিনি আরো বলেন, ভবিষ্যতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com