প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ২১, ২০২৩ সময়ঃ ৮:৫৪ পূর্বাহ্ণ

সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণের শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’ বাজানো হয়।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
এরপর তিন বাহিনীর প্রধানদের মধ্যে সেনাবাহিনী প্রধান সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।
এর আগে রাত ১১টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী শহীদ মিনারে এসে পৌঁছলে তাকে অভ্যর্থনা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামান। এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাকসুদ কামাল, উপ-উপাচার্য (প্রশাসন) আবদুস সামাদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন। রাত ১১টা ৫৭ মিনিটে রাষ্ট্রপতি আবদুল হামিদ শহীদ মিনার অঙ্গনে উপস্থিত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাবি উপাচার্য তাকে অভ্যর্থনা জানান।
প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি চলে যাবার পর সকলের জন্য উন্মুক্ত পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য উন্মুক্ত করা হয়।
সর্বশেষ খবর
- গফরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
- ময়মনসিংহে ৪৭তম বিসিএস প্রিলির প্রস্তুতিমূলক সেমিনার
- ভালুকায় চাঁদার দাবিতে যুবদল নেতার উপর হামলা প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
- গফরগাঁওয়ে ২০টি পূঁজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উৎসবের প্রস্তুতি চলছে
- গফরগাঁওয়ে আব্দুর রহমান ডিগ্রি কলেজে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত