প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ৫, ২০২৩ সময়ঃ ৭:২২ অপরাহ্ণ

Spread the love
মোঃ সিরাজুল মনির বিশেষ প্রতিনিধি।।
শেরপুরে এবার চাষ হলো রঙ্গিন ফুলকপির। কৃষি অধিদপ্তর নকলা উপজেলার সমন্বয়ে গনপদ্দি এলাকার চাষি ফাহিমা আক্তার এর নিজস্ব জমিতে বেগুনি এবং হলুদ রংয়ের জাতের ফুলকপির চাষ করা হয়েছে।
কৃষি অফিস নকলা সুত্রে জানা যায়, স্হানীয় গনপদ্দি এলাকার কৃষক আবুল কালাম আজাদ এর পনের শতাংশ কৃষি জমির উপর প্রদর্শনি খামার হিসেবে রঙ্গিন জাতের এ ফুলকপি চাষাবাদ শুরু করা হয় চলতি মৌসুমে। প্রাথমিক ভাবে আবুল কালাম আজাদ এর স্ত্রী ফাহিমা আক্তারে দুহাজার বীজ দিয়ে এর চাষ শুরু করে কৃষি অধিদপ্তর নকলা। প্রায় ৯০ ভাগ খরচ কৃষি অধিদপ্তর বহন করেছে বলে ফাহিমা আক্তার জানান। তিনি আরো জানান, আমরা প্রথম দিকে রঙ্গিন ফুলকপি চাষে আগ্রহী ছিলাম না। কারণ হিসেবে তিনি বলেনে, এ জাতটা সম্পর্কে আমরা পরিচিত নই তাই আগ্রহী না থাকার পর এক প্রকার কৃষি অফিসের  জোর এবং নকলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল ওয়াদুদ এর সার্বিক সহযোগিতায় রঙ্গিন ফুলকপি চাষে আমরা শতভাগ সফল হয়েছি। তিনি আরো বলেন, প্রায় প্রতিদিন কৃষি অফিসার আব্দুল ওয়াদুদ এর খোজ খবর রাখেন। সময় পেলেই মাঠে চলে আসেন তিনি।
স্হানীয় লোকজন জানায়, এ এলাকায় রঙ্গিন ফুলকপি চাষের খবরে দেশের অনেক জায়গা থেকে এটা দেখতে আসে। সবাই এ ফুলকপি খাওয়ার জন্য নিয়ে যায়। স্হানীয় সংবাদকর্মিরা রঙ্গিন ফুলকপি চাষের সংবাদ প্রচার করার পর দেশের অনেক জায়গাই রঙ্গিন ফুলকপি চাষে আগ্রহ প্রকাশ করেছে অনেক কৃষক।
নকলা উপজেলা কৃষি অফিসার আব্দুল ওয়াদুদ বলেন, আমাদের দেশে শুধু এক প্রকারের ফুলকপি চাষ হয়। কৃষি অধিদপ্তর সব সময় নতুন কিছু চাষাবাদ গবেষণা করার অংশ হিসেবে শেরপুরে রঙ্গিন ফুলকপি চাষ শুরু করে প্রদর্শনি হিসেবে। এ এলাকায় এ চাষের শতভাগ সফলতা এসেছে। আগামী বছর থেকে ক্রমান্বয়ে এর ফলন বাড়বে বলেও তিনি জানান। রঙ্গিন ফুলকপিতে ক‍্যান্সার প্রতিরোধ ক্ষমতা বেশি এবং ভিটামিন এ এর পরিমাণ অনেক বেশি বলে তিনি জানান। তিনি আরো জানান স্হানীয় ভাবে কৃষক পর্যায়ে বিনামুল্যে  সরকারি ভাবে রঙ্গিন ফুলকপির বীজ বিতরণ করা হয়েছে। যদিও এ বীজ বাইরে থেকে আনা হয়েছে ভবিষ্যতে দেশে এ বীজ উৎপাদন করা নিয়ে গবেষণা করা হবে বলেও তিনি জানান।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com