প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ১৭, ২০২২ সময়ঃ ৭:৫০ অপরাহ্ণ

চট্টগ্রাম থেকেএমএস মনির।।
বিশ্বের বৃহত্তম টেকনিক্যাল পেশাজীবী সংগঠন ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (IEEE), বাংলাদেশ সেকশন-এর উদ্যোগে “২৫তম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, আইসিসিআইটি-২০২২” (The 25th International Conference on Computer and Information Technology, ICCIT-2022) শীর্ষক তিনদিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়েছে। আজ ১৭ই ডিসেম্বর (শনিবার) ২০২২ খ্রি. বাংলাদেশ সময় সকাল ১১.০০ ঘটিকায় পর্যটন নগরী কক্সবাজারের হোটেল লং বিচে উক্ত কনফারেন্সের উদ্বোধন করেন আইইইই, এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক প্রফেসর ড. ল্যান্স ফুং (Professor Dr. Lance Fung) এবং ড. তাকাকো হাশিমোতো (Dr. Takako Hashimoto)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের অধ্যাপক ও আইইইই, উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই)-এর ২০২৩-২৪ কমিটির চেয়ার প্রফেসর ড. সেলিয়া শাহনাজ।

কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের টেক্সাস ইউনিভার্সিটির প্রফেসর ড. মোহাম্মদ শফিউল আলম, টেকনিক্যাল প্রোগ্রাম কো-চেয়ার ও বুয়েটের ইইই বিভাগের প্রফেসর ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ, কনফারেন্সের অরগ্যানাইজিং চেয়ার ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন ও আইইইই, বাংলাদেশ সেকশন-এর চেয়ার প্রফেসর ড. মোহাম্মদ মশিউল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডুয়েটের ইইই বিভাগের অধ্যাপক ও কনফারেন্সের ফিন্যান্স চেয়ার অধ্যাপক ড. মো. রাজু আহমেদ।

“ক্রিয়েটিভ কমিউনিকেশন অ্যান্ড ইনোভেটিভ টেকনোলজি” (Creative Communication and Innovative Technology) স্লোগানে উক্ত আন্তর্জাতিক কনফারেন্সে দেশ-বিদেশের চূড়ান্তভাবে বাছাইকৃত প্রায় ১৯৮টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে। এতে ৬টি কী-নোট স্পিচ এবং ২টি ইনভাইটেড স্পিস থাকবে। এছাড়া “কোয়ালিটি এডুকেশন ফর কমপ্লেক্স অ্যান্ড সিকির্উড সিস্টেমস” (Quality Education for Complex and Secured Systems) শীর্ষক প্যানেল আলোচনা এবং “স্ট্র্যাটেজিস টুয়ার্ডস অ্যা স্মার্ট সিটি অ্যান্ড ডেমোনস্ট্রেশন অব সিটি-লেড ওপেন ডাটা প্ল্যাটফর্ম ইন অস্ট্রেলিয়া” (Strategies towards a Smart City and Demonstration of City-led Open Data Platform in Australia) শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। একইসাথে দেশ-বিদেশের কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রফেশনালস, বিজ্ঞানী, প্রকৌশলী, শিক্ষাবিদ, গবেষক ও শিক্ষার্থীরা কনফারেন্সে অংশগ্রহণকারীদের সাথে তাদের বিজ্ঞানভিত্তিক আইডিয়া ও ভাবনা বিনিময়ের সুযোগ পাবেন। পাশাপাশি কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল এবং তথ্যপ্রযুক্তির সর্বশেষ অগ্রগতি বিষয়ে আলোকপাত করা হচ্ছে। এত দেশি-বিদেশি শতাধিক ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ৬টি ক্যাটাগরিতে সৃজনশীল আইডিয়া প্রতিযোগিতা অনুুষ্ঠিত হয়েছে। এছাড়া আগামী ১৯শে ডিসেম্বর (সোমবার) ২০২২ খ্রি. সন্ধ্যা ৭.৩০ ঘটিকায় কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইইইই, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রফেসর ড. সাইফুর রহমান।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com