প্রকাশিত হয়েছেঃ জুলাই ২৯, ২০২৫ সময়ঃ ১০:০৬ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (এসইডিপি) আওতায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত ক্রেস্ট ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল আলম সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন, এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা সহকারী অধ্যাপক ডক্টর হারিস উদ্দিন, তিনি ভালুকা উপজেলার তালাব হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার সাবেক কৃতি শিক্ষার্থী। এছাড়া আরো উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক লাভলী আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নাজমুল হক প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান, মাদ্রাসার অধ্যক্ষ ও সুপার, শিক্ষার্থী, অভিভাবক বৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার ২০২২-২০২৩ সনের ৩১ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।