প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ৩১, ২০২২ সময়ঃ ৮:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, দিগন্তবার্তা ডেক্স।।

বাংলাদেশ জাতীয়তাবাদীদলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শামারুহ মির্জা অস্ট্রেলিয়ার সম্মানজনক পুরস্কার ‘অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার’-এর জন্য মনোনীত হয়েছেন। পেশায় চিকিৎসাবিজ্ঞানী শামারুহ আন্তর্জাতিক পরিমণ্ডলে এ পদকের জন্য মনোনীত হয়েছেন। ড. শামারুহ মিজ ফখরুল ইসলামের মেয়ে ‘অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার’-এর জন্য মনোনীত হওয়ায় খুশি বিএনপি নেতাকর্মীরা। সমকাল

দলের কেন্দ্রীয় নেতাসহ অনেকে অভিনন্দন জানাচ্ছেন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরকে। অস্ট্রেলিয়ার ক্যানবেরা টাইমস মনোনীতদের যে তালিকা প্রকাশ করেছে, তাতে ড. শামারুহর পাশাপাশি নাজমুল হাসান নামে আরো এক বাংলাদেশি রয়েছেন। ২০২৩ সালের এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তারা।

এ ‍পুরস্কার অস্ট্রেলিয়ার জাতীয় পুরস্কার। তারা ‘এসিটি লোকাল হিরো’ ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন। আগামী ৯ নভেম্বর চার ক্যাটাগরিতে পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হবে। বিজয়ীরা ২০২৩ সালের ২৫ জানুয়ারি পুরস্কার গ্রহণ করবেন।

পুরস্কার প্রদানকারী ন্যাশনাল অস্ট্রেলিয়া ডে কাউন্সিলের প্রধান নির্বাহী কার্লি ব্র্যান্ড মনোনীতদের এ স্বীকৃতির জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, বিশ্ব নেতৃত্বে, স্থানীয় সম্প্রদায়ের উন্নয়নে কিংবা সামাজিক গুরুত্বপূর্ণ বিষয়ে অবদান রাখাতে এসিটি পুরস্কারের জন্য মনোনীতরা উল্লেখযোগ্য অবদান রাখতে পেরেছে।

সূত্র জানায়, ড. শামারুহ অস্ট্রেলিয়ার ক্যানবেরায় সাংস্কৃতিক এবং ভাষাগতভাবে বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন গোষ্ঠীর মধ্যে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন। ২০১৭ সালে গড়ে ওঠা ‘সিতারা’স স্টোরি’ নামে একটি স্বেচ্ছাসেবী ও অলাভজনক প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা তিনি। সংগৃহীত।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com