প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ৩০, ২০২২ সময়ঃ ৭:৫৮ অপরাহ্ণ

Spread the love

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডেক্স।।

জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য সৈয়দ আসাদুজ্জামান বাচ্চু আর নেই। তিনি রবিবার বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘ ৪ বছর বার্ধক্যজনিত অসুস্থতায় শয্যাশায়ি ছিলেন।

১৯৪০ সালে বরিশালে জন্মগ্রহণকারী সৈয়দ আসাদুজ্জামান বাচ্চু স্বাধীনতা পূর্বকালে দৈনিক পয়গাম ও দৈনিক আজাদের বার্তা সম্পাদক ছিলেন। তিনি ইউএসআইএস-এ উর্ধ্বতন কর্মকর্তা হিসেবে অবসর গ্রহণ করেন। এ ছাড়াও তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত কলাম লিখতেন।
রবিবার বাদ মাগরিব বসুন্ধরা আবাসিক এলাকার বড় মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।  জানাজা শেষে আজিমপুর পুরানো কবরস্থানে দাফন করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com