প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ১৯, ২০২২ সময়ঃ ৩:৩৩ অপরাহ্ণ

ত্রিশাল থেকে স্টাফ রিপোর্টার।।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত পানি বিশুদ্ধকরণ যন্ত্র (ফিল্টার) স্থাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখরের নিদের্শনায় এই ফিল্টারগুলো স্থাপনের উদ্যোগ নিয়েছে প্রশাসন। এরমধ্য দিয়ে নিরাপদ ও সুপেয় পানির আওতায় এলো নজরুল বিশ্ববিদ্যালয়। ফলে শিক্ষার্থীদের নিরাপদ পানির দাবিটিও পূরণ হলো। বিশ্ববিদ্যালয় প্রশাসনসূত্রে জানা গেছে, পানির চাহিদা পূরণের লক্ষ্যে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মোট ৬৫টি ফিল্টার স্থাপিত হয়েছে। এরমধ্যে অগ্নিবীণা হলে ৫টি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ২২টি, দোলনচাপা হলে ৫টি ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব হলে ১টি ফিল্টার দেওয়া হয়েছে। এছাড়া লাইব্রেরি, পরীক্ষার হল, মসজিদ, ব্যাংকসহ বিভিন্ন বিভাগ ও দপ্তরে কমপক্ষে একটি করে পানি বিশুদ্ধকরণ যন্ত্র দেওয়া হয়েছে। সরবরাহকৃত এসব ফিল্টার পাঁচস্তরে পানির ফিল্টার করে থাকে বলে জানিয়েছে এর সরবরাহকারী প্রতিষ্ঠান এপেক ওয়াটার টেকনোলজি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, স্থাপিত পানির ফিল্টারগুলো থেকে শিক্ষার্থীরাসহ সকলেই নিরাপদ ও বিশুদ্ধ পানি পান করতে পারবে। পানিবাহিত রোগবালাই প্রতিহত করা যাবে। বিশুদ্ধ পানির গুরুত্ব অনুধাবন করে স্থাপিত পানির ফিল্টারগুলো রক্ষণাবেক্ষনে আমাদের সকলেরই আন্তরিক ও যত্নবান হতে হবে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com