প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ১৭, ২০২২ সময়ঃ ৯:১৩ অপরাহ্ণ

ত্রিশাল থেকে স্টাফ রিপোর্টার।।
ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে ত্রিশাল উপজেলা থেকে দুই প্রার্থী বিজয়ী হয়েছেন। একজন সংরক্ষিত সদস্য ও অপরজন সাধারন সদস্য। বিজয়ীরা হলেন, সংরক্ষিত আসন-৪ এর প্রার্থী মোসাঃ সালমা বেগম, অপরজন সাধারণ সদস্য প্রার্থী মো. আব্দুল্লাহ আল মামুন উজ্জল।
এ নির্বাচনে ত্রিশাল উপজেলায় সদস্য পদে প্রতিদ্বন্ধিতা করেন তিনজন প্রার্থী। তাদের মধ্যে আব্দুল্লাহ আল মামুন উজ্জ্বল (হাতি) ৭৫ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী আশরাফুল আলম সজিব (তালা) পেয়েছেন ৫২ ভোট। অপর প্রার্থী মোহা. মেজবাহ উদ্দিন উজ্জ্বল (টিউবওয়েল) প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫ ভোট।
অপরদিকে সংরক্ষিত মহিলা সদস্য আসন-৪ ত্রিশাল, নান্দাইল ও ঈশ্বরগঞ্জ তিন উপজেলায় প্রতিদ্বন্ধিতা করে চারজন। তাদের মধ্যে মোসাঃ সালমা বেগম (দোয়াত কলম) ২২৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী আঞ্জুমান আরা (হরিণ) পেয়েছেন মোট ১০৭ ভোট। অপর দুই প্রার্থী নাজমা খাতুন (ফুটবল) ও শিরিনা খাতুন (মাইক) প্রতীক নিয়ে পেয়েছেন সমান ৮৯ ভোট করে।
এর আগে সকাল ৯টা থেকে বিরতিহীন ভাবে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম সম্মেলন কক্ষে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ চলে। ত্রিশাল উপজেলায় মোট ভোটার সংখ্যা ১৭৪ জন। তন্মধ্যে ১৭২ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com