প্রকাশিত হয়েছেঃ মে ৩১, ২০২১ সময়ঃ ১০:৪৩ অপরাহ্ণ

Spread the love

ময়মনসিংহের ভালুকায় সরকারী খাল দখলে নিয়ে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে আমিরাত স্পিনিং মিলস লিমিটেড নামে একটি প্রস্তাবিত কোম্পানী কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধীতপুর ইউনিয়নের ধলিয়া দেয়ালিয়াপাড়া এলাকায়।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, উপজেলার ভরাডোবা এলাকায় অবস্থিত মুলতাজিম গ্রæপের অঙ্গ প্রতিষ্ঠান আমিরাত স্পিনিং মিলস লিমিটেডের পক্ষে সম্প্রতি গভীর রাতে উপজেলার ধলিয়া দেয়ালিয়াপাড়া এলাকায় জমির মালিকদেরকে ঘরের ভিতরে আটকিয়ে রেখে ৪নম্বর ধীতপুর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলমের নেতৃত্বে সাদ্দাম, সোহেল, শামীম ও আমিরুলসহ অর্ধশতাধিক লোকজন দিয়ে সীমানা প্রচীর নির্মাণ কাজ শুরু করেন। ওই সময় জমির মালিক রেজিয়া খাতুন, রাবেয়া খাতুন ও হাজেরা খাতুন নির্মাণ কাজে বাঁধা দিলেও তাদের বাঁধা উপেক্ষা করে সীমানা প্রাচীর নির্মাণ কাজ চালিয়ে যান। পরে ভূক্তভোগি পরিবারের পক্ষে জমির মালিক আব্দুর রশিদ রান্দিয়া ধলিয়া মৌজার বিআরএস দাগ ৮৭৯, ৮৮১ ও ৮৮৯ নম্বর দাগের জমির উপর ময়মনসিংহের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করলে বিজ্ঞ আদালত ভালুকা মডেল থানা পুলিশকে ওই জমির উপর ১৪৪ ধারা জারি করার নির্দেশ দেন। ভালুকা মডেল থানা পুলিশ শান্তি শৃংখলা বজায়া রাখার লক্ষ্যে বিজ্ঞ আদালতের নির্দেশে ওই জমির উপর ২৩ আগস্ট/২০, ১৪৪ ধারা জারি করেন। কোম্পানির যে ভাবে জমির উপর সীমানা প্রাচীর নির্মাণ করেছেন বিশাল ওই বাউন্ডারির ভিতরে আরো বেশ কয়েকজন নিরিহ কৃষকের জমি রয়েছে। কৃষকদের বাঁধা আমলে না নিয়েই জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করেছে।
জমির মালিক আব্দুর রশিদ জানান, আমাদেরকে ঘরের ভিতরে আটকিয়ে রেখে চেয়ারম্যান আশরাফুল আলমের নেতৃত্বে সাদ্দাম, সোহেল, শামীম ও আমিরুলসহ অর্ধশতাধিক লোক দিয়ে সীমানা প্রচীর নির্মাণ শুরু করলে আমার বোনেরা বাঁধা দিতে গেলে তাদেরকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। সিমাণাপ্রাচীরের ভেতরে তাদের প্রায় ৮০ লাখ টাকা মূল্যের ২৭ শতাংশ জমি রয়েছে বলে রেজিয়া খাতুন দাবি করেন।
মো: হারুন নামে অপর এক জমির মালিক জানান, ধীতপুর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলম ও ভরাডোবা ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম তরফদারের মাধ্যমে কোম্পানীকে জমি কিনে দিচ্ছেন। তাদের মাধ্যমেই কোম্পানীর মালিক মাসুদ ফকির তার কাছ থেকে ১০১ শতাংশ জমি ক্রয় করার শর্তে জনতা ব্যাংক ঢাকার দিলকুশা কর্পোরেট শাখার ৮৫ লাখ টাকার একটি চেক প্রদান করে সীমাণা প্রাচীর নির্মাণ কাজ করে স্থাপনা নির্মাণ শুরু করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে মাসুদ ফকিরের ওই শাখায় একাউন্ডে কোন টাকা নেই। বর্তমানে আমিও আমার জমির উপর আদালতের নিষেধাজ্ঞা জারি করিয়েছি।
স্থানীয় লোকজন অভিযোগ করেন, আমিরাত স্পিনিং মিলস লিমিটেড কর্তৃপক্ষ এলাকার এতিহ্যবাহি ভালুকজান খালটির একটি বিশাল অংশ জবর দখলে করে সীমাণাপ্রাচীর নির্মাণ করে ফেলেছেন। এতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে এলাকার ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইউপি চেয়ারম্যান আশরফুল আলম জানান, জমি দখলের সাথে তার কোন সম্পর্ক নেই। মিল কর্তৃপক্ষ তাদের জমিতে তারা নিজেরাই সীমানা প্রাচীর নির্মাণ করেছেন।
আমিরাত স্পিনিং মিলস লিমিটেডের মালিক মাসুদ ফকির হারুর নামে স্থানীয় এক ব্যক্তিকে জমি ক্রয়ের জন্য ৮৫ লাখ টাকার চেক দেয়ার কথা স্বীকার করে জানান, বর্তমানে তিনি আর্থিক সমস্যায় আছেন। ব্যাংক লোনের জন্য চেষ্টা করছেন, টাকা পেলেই তাকে তার পাওয়না মিটিয়ে দেয়া হবে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহমুদুল ইসলাম জানান, জমির মালিকদের সাথে কোম্পানী কর্তৃপক্ষের বিরোধ থাকায় আদালতের নির্দেশে আইন শৃংখলা পরিস্থিতি অবনতির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com