প্রকাশিত হয়েছেঃ জুন ৩, ২০২২ সময়ঃ ১০:৫০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার,  দিগন্তবার্তা ডেক্স।।
আকস্মিক বন্যার কারণে পাঁচটি জেলায় ক্ষতির শিকার হয়েছেন সোয়া চার লাখেরও বেশি মানুষ। এরমধ্যে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছেন ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী সিলেট ও সুনামগঞ্জ জেলার নিচু এলাকায় বসবাসকারী জনসাধরণ।
বন্যা পরিস্থিতি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মধ্যে বিশুদ্ধ পানি, পয়ঃনিষ্কাশন, খাদ্য, বাসস্থান এবং স্বাস্থ্যসেবার তীব্র সংকট যেমন তৈরি করেছে। একইভাবে চরম প্রভাব ফেলেছে অনেকের জীবিকাতেও। এছাড়া বন্যার পানির কারণে বিদ্যুতহীন আর যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন এই এলাকায় কয়েক লাখ মানুষ। সবশেষ তথ্য অনুযায়ী বন্যার পানি কিছুটা কমতে শুরু করলেও নতুন চ্যালেঞ্জ দেখা দিয়েছে বন্যা পরবর্তী পানিবাহিত রোগের প্রাদুর্ভাবের।
এরই পরিপ্রেক্ষিতে বরাবরের ন্যায় মানব আর্তসেবা ফাউন্ডেশন ছুটে এসেছে এ বানভাসি মানুষের পাশে দাঁড়াতে। এই বন্যার মধ্যেই নৌকা যোগে খুঁজে খুঁজে সামর্থহীনদের মুখে হাসি ফুটানোর অফুরন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শুক্রবার (৩ জুন) ত্রাণ বিতরণকালে সংগঠনটির অর্থ সম্পাদক ফেরদৌস আহমদ আবির জানান, আমরা বানভাসি মানুষের জন্য খাবার, ওষুধ ও নগদ অর্থ দিয়ে সহযোগীতা করার চেষ্টা করেছি। কিছু কিছু জায়গায় আমাদের স্বেচ্ছাসেবীগণ হাঁটু – কোমর পরিমান পানিতে নেমে নেমেও ত্রাণ ও ওষুধ সরবরাহের কাজ চালিয়ে গেছে। এমনকি স্থানীয় এক জরাজীর্ণ মসজিদকেও মেরামত করার জন্য কয়েক বান টিন ইমাম সাহেব ও মসজিদের দায়িত্বশীলদের হাতে তুলে দেওয়া হয়েছে। তাদের এ আশ্বাসও দেওয়া হয়েছে যে মসজিদটি পরিপূর্ণ মেরামত করার জন্য আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. জোবায়ের হোসেন, অর্থ সম্পাদক ফেরদৌস আহমদ আবির, সমাজ কল্যাণ সম্পাদক নাসির উদ্দিন, কার্যনিবার্হী সদস্য এম ডি শামসুদ্দিন রুবেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com