প্রকাশিত হয়েছেঃ মে ১২, ২০২২ সময়ঃ ৩:০৮ অপরাহ্ণ

Spread the love

জহিরুল কাদের কবীর, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি, ১২ মে।।
শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি এম.পি বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব ও নজরুল দুই জনই কবি। এক জন রাজনৈতিক কবি অন্য জন সাহিত্যের কবি। জয় বাংলা শ্লোগান নজরুলের লেখা থেকে এসেছে। কবি নজরুল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক সূত্রে গাঁথা। তিনি বুধবার বিকেলে ১৭ তম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় দিবসে দু’দিন ব্যাপী অনুষ্ঠান মালার দ্বিতীয় দিনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। তিনি আরো বলেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজী নজরুল ইসলামকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে এসে জাতীয় কবির মর্যাদা দিয়ে আমদেরকে ধন্য করে গেছেন। আমাদের স্বাধীনতার মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবি নজরুলের লেখা থেকে অনেক অনুপ্রেরণা পেয়েছেন।
বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড.হুমায়ুন কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড.এ.এস.এম মাকসুদ কামাল, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক জালাল উদ্দিন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ত্রিশাল পৌর সভার মেয়র এ.বি.এম আনিছুজ্জামান আনিছ।এর আগে প্রধান অতিথি প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধু ও কবি নজরুলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং ৭টি উন্নয়ন মূলক কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। সকালে এলাকাবাসী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন স্থানীয় উদ্যোগতা ও সাবেক এম.পি অধ্যক্ষ আব্দুর রশীদের নামে বিশ্ববিদ্যালয়ে যে কোন স্থাপনায় তার নাম করণের দাবিতে ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জামানের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধান মন্ত্রী স্বারকলিপি প্রদান করেছেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com