প্রকাশিত হয়েছেঃ মে ৫, ২০২২ সময়ঃ ৭:৪৩ অপরাহ্ণ

Spread the love

 

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি, ৫ মে।।

ময়মনসিংহের গফরগাঁও টু ভালুকা সড়কে জিপের চাকায় পিষ্ট হয়ে ইপেল (২৫) নামে এক সিএনজি চালক নিহত হয়েছে।
ঈদের দিন অর্থাৎ মঙ্গলবার সকালে গফরগাঁও-ভালুকা সড়কের রংছাপড়া এলাকায় এ দুঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন জিপগাড়িটি আটক করলেও চালক পালিয়ে যায়।
নিহত সিএনজি চালক ইপেল গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন লংগাইর ইউনিয়নের বাগবাড়ি গ্রামের দুলাল মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ইপেল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঈদফেরত যাত্রী আনতে তাঁর সিএনজি নিয়ে ভালুকার দিকে যাচ্ছিলেন। সিএনজিটি গফরগাঁও-ভালুকা সড়কের রংছাপড়া এলাকায় যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি জিপগাড়ি সিএনজিটিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে চালক ইপেল ছিটকে গিয়ে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা জিপগাড়িটি আটক করলেও চালক পালিয়ে যান।
খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ গাড়ি ও লাশ উদ্ধার করে থানায় নেয়।

ভালুকা মডেল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ঈদের দিন থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গাড়িটি থানায় আছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com