প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ২৪, ২০২৬ সময়ঃ ১১:২৫ পূর্বাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ও অনতিবিলম্বে শাকসু বাস্তবায়ণের দাবিতে ময়মনসিংহের গফরগাঁওয়ে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারী) সকাল সাড়ে ১১ টায়
গফরগাঁও ইসলামিয়া সরকারি হাইস্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে ষ্টেশনে এসে শেষ হয়।

পরে গফরগাঁও উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ডাকসু স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক এম. এ. আল মিনহাজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেন সোহেল ও পাগলা থানা জামায়াতের আমির মাওলানা এমদাদুল হক।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের মাওলানা আশরাফুল ইসলাম, সাংবাদিক মোফাজ্জল আনসারী ও পাগলা থানা ছাত্র শিবিরের সভাপতি শরিফুল ইসলাম।
###

 

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com