প্রকাশিত হয়েছেঃ মে ১, ২০২২ সময়ঃ ১২:৫৫ অপরাহ্ণ

Spread the love

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি,১ মে।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে সুতার চাপুর পুরাতন বাজারের মধ্যরাতে মুদির দোকানে আগুন। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গত শনিবার মধ্যরাতে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের সুতার চাপুর পুরাতন বাজারের সেলিম মিয়ার মুদির দোকানে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার সুতার চাপুর পুরাতন বাজারে কাঁচের মজিদের সামনে সেলিমের মুদির দোকানে শনিবার রাত ২ টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খোঁজ পেয়ে এলাকাবাসী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আগুন নিয়ন্ত্রণের আনতে চেষ্টা চালায়। আশপাশের অন্য দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসী প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ততক্ষণে সেলিমের মুদি দোকানের মালামালসহ নগদ অর্থ পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সেলিম জানায়, রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে আসি। পরে অগ্নিকান্ডে খবর পেয়ে ছুটে আসি। এসে দেখি দোকানের সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ঈদ উপলক্ষে অনেক মালামাল আর কিছু নগদ অর্থ ছিল। দোকানে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল ছিল। স্থানীয় ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম মৃধা ঘটনায় সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে সেলিমের দোকান। ক্ষতি পুষিয়ে নিতে তাকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
পাগলা থানার ওসি মোঃ রাশেদুজ্জামান বলেন, ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়। কিভাবে আগুনের সূত্রপাত তা কেউ সঠিক বলতে পারেনি। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

 

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com