প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ৩০, ২০২২ সময়ঃ ৯:২৬ অপরাহ্ণ

Spread the love

গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদক, ৩০ এপ্রিল।।

ইফতার পার্টির নামে ৩০ এপ্রিল শনিবার বিকেলে স্থানীয় সংরক্ষিত আসনের (নং-১৩) মহিলা সংসদ সদস্যের সহযোগিতায় মেয়াদোত্তীর্ণ ও বিলুপ্ত কমিটি কতর্ৃক টঙ্গী প্রেসক্লাব দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় টঙ্গী ও গাজীপুরের পেশাদার সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য ও কেন্দ্রীয় মহিলা শ্রমিকলীগের কার্যকরি সভাপতি শামসুন নাহার ভুইয়া ইতিপূর্বে নিজের সহোদর ভাইকে দিয়ে গাজীপুর প্রেসক্লাবও দখল করিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী জানান, প্রায় এক বছর আগে মেয়াদোত্তীর্ণ হওয়া কমিটি গত বছর ১৯ জুন অনুষ্ঠিত সাধারণ সভায় বিলুপ্ত গোষণা করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বিলুপ্ত নির্বাহী কমিটি উক্ত আহ্বায়ক কমিটির কাছে সংগঠনের প্রয়োজনীয় কাগজপত্র বুঝিয়ে না দেওয়ায় অবশেষে গত বছর ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সর্বসম্মত সিদ্ধান্তে কণ্ঠ ভোটে বর্তমান কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়। উক্ত কমিটি দায়িত্ব নেয়ার পর বিগত কমিটির বিভিন্ন অনিয়ম ও ক্লাবের প্রায় ২৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গাজীপুর আদালতে একটি মামলা দায়ের করে। মামলার পর গত কয়েক মাস যাবত প্রেসক্লাব তালাবব্ধ ছিল। শনিবার কথিত ইফতার পার্টির নামে স্থানীয় মহিলা সংসদ সদস্য শামসুন নাহারের সরাসরি উপস্থিতি ও সহযোগিতায় প্রেসক্লাব দখল করা হয়।
টঙ্গী প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোাহাম্মদ শহীদুল্লাহ জানান, অবৈধ ও মেয়াদোত্তীর্ণ বিলুপ্ত কমিটিকে প্রেসক্লাব দখলে সহযোগিতা না করতে তিনি একাধিক বার মহিলা সংসদ সদস্য শামসুন নাহারকে অনুরোধ জানিয়েছেন। শনিবার বিলুপ্ত ও মেয়াদোত্তীর্ণ কমিটির কথিত ইফতার পার্টির নামে প্রেসক্লাব দখলে সহযোগিতা না করার জন্য তিনি শামসুন নাহারকে অনুরোধ জানানো সত্বেও কোনো কর্ণপাত করেননি।
এদিকে এব্যাপারে শামসুন নাহারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত না। তবে একধরণের ক্ষিপ্ত হয়ে তিনি পাল্টা প্রশ্ন রেখে বলেন, বর্তমান কমিটিকে কে অনুমোদন দিয়েছে ? এ বলেই তিনি মোবাইল ফোনটি কেটে দেন।
#

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com