প্রকাশিত হয়েছেঃ মার্চ ৩০, ২০২২ সময়ঃ ৫:৪২ অপরাহ্ণ

Spread the love

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে পুলিশের অভিযানে গত মঙ্গলবার রাতে গাঁজাসহ ২জন ও পরোয়ানামূলে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সকালে তাদেরকে ময়মনসিংহ জেল হাজতে পাঁঠানো হয়েছে। আটককৃত আব্দুল খালেক ও মিজানুর রহমানের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ার চরকাউনা গ্রামে। অপর আসামী মাইজুল ইসলাম ভান্ডারী গফরগাঁওয়ে বাসুটিয়া এলাকার মৃত জয়নালের ছেলে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে পুলিশের ভিন্ন অভিযানে গফরগাঁওয়ের ১ কেজি সাড়ে ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আবদুল খালেক ও মিজানুরকে গ্রেপ্তার করা হয়। অপর পরোয়ানাভূক্ত আসামী মাইজুলকে গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ বলেন, দুই মাদক কারবারিকে গাঁজাসহ আটক করা হয়েছে। আসামীদের সংশ্লিষ্ট মামলায় বুধবার ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঁঠানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com