প্রকাশিত হয়েছেঃ মার্চ ২০, ২০২২ সময়ঃ ৪:১১ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ), ২০ মার্চ।।
ময়মনসিংহের ভালুকা সাবরেজিষ্ট্রার স্বাক্ষরিত রাষ্ট্রিয় লোগো সংযুক্ত পরিচয়পত্র ব্যবহার করছেন দেড় শতাধিক দলিল লেখক। দন্ডনীয় অপরাধ হলেও লেখকরা কিভাবে এই লোগো ব্যবহার করছেন এবং তাতে রেজিস্ট্রার স্বাক্ষর করেছেন এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা।
জানা যায়, ভালুকা সাবরেজিষ্ট্রার আসমা আক্তার সম্প্রতি অফিসে কর্মরত দেড়শতাধিক দলিল লেখককে রাষ্ট্রিয় লোগো সংযুক্ত আইডিকার্ডে স্বাক্ষর করেছেন। আর লোগো সংযুক্ত এসব আইডিকার্ডটি লেখকরা নির্ধিদায় ব্যবহার করে চলেছেন। এতে স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনার খোরাক হয়ে দাঁিড়য়েছে। সম্প্রতি বর্তমান সাবরেজিষ্ট্রার আসমা আক্তার কর্তৃক ফজলুল হক নামে এক মানসিক প্রতিবন্ধীর প্রায় কোটি টাকা মূল্যের এক একর জমি রেজিষ্ট্রি করার কারণে সাবরেজিষ্ট্রারসহ ৭ জনের নামে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে দলিল লেখক সমিতির সাবেক সভাপতি সফিকুল ইসলাম বলেন, পরিচয়পত্রে লোগো ব্যবহারের বিষয়টি রেজিস্ট্রার স্যারের অজান্তে হয়েছে এবং ওই সকল কার্ড সবার কাছ থেকে ফিরিয়ে নেয়া হয়েছে।
ভালুকা সাবরেজিস্ট্রার আসমা আক্তারের মোবাইল ফোনে এ বিষয়ে জানতে একাধিকবার চেষ্টা করলেও ফোন রিসিভ না করায় বক্তব্য দেয়া সম্ভব হয়নি।
নির্বাহী অফিসার সালমা খাতুন জানান, দলিল লেখকরা রেজিষ্ট্রারের স্বাক্ষরিত রাষ্ট্রিয় লোগো ব্যবহার করতে পারেন না। বিষয়টি খোঁজ নিয়ে জানতে হবে।
ময়মনসিংহ জেলা রেজিস্ট্রার মোহাম্মদ মহছেন মিয়া জানান, দলিল লেখকদের রাষ্ট্রিয় লোগো ব্যবহার করার কোন সুযোগ নেই।

ময়মনসিংহের ভালুকা সাবরেজিষ্ট্রার স্বাক্ষরিত রাষ্ট্রিয় লোগো সংযুক্ত পরিচয়পত্র ব্যবহার করছেন দেড় শতাধিক দলিল লেখক। দন্ডনীয় অপরাধ হলেও লেখকরা কিভাবে এই লোগো ব্যবহার করছেন এবং তাতে রেজিস্ট্রার স্বাক্ষর করেছেন এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা।
জানা যায়, ভালুকা সাবরেজিষ্ট্রার আসমা আক্তার সম্প্রতি অফিসে কর্মরত দেড়শতাধিক দলিল লেখককে রাষ্ট্রিয় লোগো সংযুক্ত আইডিকার্ডে স্বাক্ষর করেছেন। আর লোগো সংযুক্ত এসব আইডিকার্ডটি লেখকরা নির্ধিদায় ব্যবহার করে চলেছেন। এতে স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনার খোরাক হয়ে দাঁিড়য়েছে। সম্প্রতি বর্তমান সাবরেজিষ্ট্রার আসমা আক্তার কর্তৃক ফজলুল হক নামে এক মানসিক প্রতিবন্ধীর প্রায় কোটি টাকা মূল্যের এক একর জমি রেজিষ্ট্রি করার কারণে সাবরেজিষ্ট্রারসহ ৭ জনের নামে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে দলিল লেখক সমিতির সাবেক সভাপতি সফিকুল ইসলাম বলেন, পরিচয়পত্রে লোগো ব্যবহারের বিষয়টি রেজিস্ট্রার স্যারের অজান্তে হয়েছে এবং ওই সকল কার্ড সবার কাছ থেকে ফিরিয়ে নেয়া হয়েছে।
ভালুকা সাবরেজিস্ট্রার আসমা আক্তারের মোবাইল ফোনে এ বিষয়ে জানতে একাধিকবার চেষ্টা করলেও ফোন রিসিভ না করায় বক্তব্য দেয়া সম্ভব হয়নি।
নির্বাহী অফিসার সালমা খাতুন জানান, দলিল লেখকরা রেজিষ্ট্রারের স্বাক্ষরিত রাষ্ট্রিয় লোগো ব্যবহার করতে পারেন না। বিষয়টি খোঁজ নিয়ে জানতে হবে।
ময়মনসিংহ জেলা রেজিস্ট্রার মোহাম্মদ মহছেন মিয়া জানান, দলিল লেখকদের রাষ্ট্রিয় লোগো ব্যবহার করার কোন সুযোগ নেই।
মোট পড়া হয়েছে: ২৩৯